বিদ্যুৎ-জ্বালানিসহ তিন খাতে বিনিয়োগ করবে চীন : বাণিজ্যমন্ত্রী অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৪:২৬ অপরাহ্ণ, মার্চ ১১, ২০২৩ বিদ্যুৎ ও জ্বালানি, অ্যাগ্রো প্রসেসিং এবং ই-কমার্স খাতে চীন বিনিয়োগ করবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। ১১ মার্চ শনিবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) তিন দিনব্যাপী ‘বাংলাদেশ বিজনেস সামিট ২০২৩’ শীর্ষ সম্মেলনে চীনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। বিজনেস সামিটের আয়োজন করেছে দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। বাণিজ্যমন্ত্রী বলেন, চীন বাংলাদেশের বড় রপ্তানিকারক দেশের একটি। তারা বলছে, তোমাদের দেশে আরও বিনিয়োগ করতে চাই। আমরা বলছি, তোমাদের জন্য সব কিছু ওপেন, তোমরা এসো দেখো, যেখানে বিনিয়োগ করলে তোমাদের জন্য ভালো হবে। তিনি বলেন, গত ৪০ বছর ধরে তোমাদের কাছ আমদানি করছি, এখন আমাদের দেশে নিয়োগ করতে পারো। তারা জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি, অ্যাগ্রো প্রসেসিং এবং ই-কমার্স খাতে বিনিয়োগ করবে। সে জন্য তারা ব্যবসায়ীদের নিয়ে এসেছে। বাংলাদেশি ব্যবসায়ীদের সঙ্গে কথাবার্তা বলবেন। তারপর বিনিয়োগের সিদ্ধান্ত বলে জানান বাণিজ্যমন্ত্রী। Related posts:বঙ্গবন্ধু রেল সেতুর নাম পরিবর্তনএমপিদের একমাসের বেতন প্রধানমন্ত্রীর তহবিলে দেয়ার আহ্বান নিক্সনেররায়ে সরকারের পক্ষ থেকে স্বস্তি প্রকাশ করছি : কাদের Post Views: ২০৭ SHARES জাতীয় বিষয়: