শেরপুরে সাবেক এমপি শ্যামলীর ঈদ উপহার পেল ৭ হাজার মানুষ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১২:২৪ অপরাহ্ণ, এপ্রিল ২২, ২০২৩ শেরপুরে এবার বিভিন্ন শ্রেণি পেশার ৭ হাজার মানুষ পেলো সাবেক এমপি এ্যাডভোকেট ফাতেমাতুজ্জহুরা শ্যামলীর ঈদ উপহার। ১৯, ২০ ও ২১ এপ্রিল পর্যায়ক্রমে শেরপুর সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন, পৌরসভা, বিভিন্ন ওয়ার্ড, হিজরা সম্প্রদায়, এতিমখানা ও যুব মহিলা লীগের সকল পর্যায়ে নেতাকর্মীদের মাঝে ঈদ উপহার হিসেবে শাড়ি ও লুঙ্গির বিতরণ করা হয়। সাবেক এমপি শ্যামলীর পক্ষে এসব ঈদ উপহার তুলে দেন বিশিষ্ট শিল্পপতি মো: শুভ রেজা, সাপ্তাহিক শ্যামলী শেরপুর ও শ্যামলীনিউজ২৪ডটকমের নির্বাহী সম্পাদক মো: উমর ফারুক ও জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক মাহবুবা রহমান শিমু। এ ব্যাপারে মো: উমর ফারুক বলেন, আমাদের সাবেক এমপি শ্যামলী আপা সব সময় সদর উপজেলার হতদরিদ্র, নিম্ন আয়ের মানুষসহ সকলের খোজ খবর রাখেন। তাই তিনি দলীয় নেতা-কর্মীসহ সবার জন্য পাঠিয়েছেন ঈদ উপহার। তিনি বলেন, শুধু এ বছরই নয়, শ্যামলী আপা প্রতি বছরই সকল উৎসবে সব সম্প্রদায়ের মানুষের মাঝে উপহার পাঠান। আমরা কৃতজ্ঞ তার প্রতি তিনি আমাদের সকলের খোজ খবর রাখেন। দোয়া করি শ্যামলী আপাসহ তার পরিবার সব সময় সুস্থ থাকুক। উপহার নিতে আসা গাজীরখামার ইউনিয়নের রহিমা বেগম (৫৫) বলেন, আমি প্রতি বছর ঈদের সময় কেউ আমাগরে কাপড় দেখ আর না দেখ আমাগরে শ্যামলী আফা ঠিকি দিবো। একটা লাল টুকটুকা শাড়ি পাইছি। শ্যামলী আফার লাইগা দোয়া করি আল্লাহ যেন তাকে সুস্থ রাখে। এব্যাপারে সাবেক এমপি এ্যাডভোকেট ফাতেমাতুজ্জহুরা শ্যামলী বলেন, মানুষের সেবা করা, ঈদ সব বিভিন্ন উৎসবে মানুষ কে উপহার দেয়া আমার পারিবারিক ঐতিহ্য। আমার বাবাও মানুষকে সেবা করতে ভালোবাসতেন। বাবার দেখানো পথ ধরেই শেরপুরবাসীর সেবা করি চলছি। তিনি বলেন, আমি এমপি থাকাকালীন সময়ে সদর উপজেলাবাসীর পাশে সব সময় ছিলাম। ভবিষ্যৎও তাদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন এবং তিনি শেরপুরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান। Related posts:শহর ঘুরে দুস্থদের মাঝে কম্বল বিতরণ করলেন শেরপুর জেলা প্রশাসক আনার কলি মাহবুবযুগযুগ ধরে সফলতার এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবেন শিল্পপতি ইদ্রিস মিয়া- মো: মেরাজ উদ্দিনঅসুস্থ্য আমির আলী চেয়ারম্যানকে দেখতে গেলেন সাবেক এমপি শ্যামলী Post Views: ১৩৪ SHARES শেরপুর বিষয়: