জামালপুরে মহান মে দিবস পালিত অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৪:৩৫ অপরাহ্ণ, মে ১, ২০২৩ ‘শ্রমিক-মালিক ঐক্য করি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’ প্রতিপাদ্যে জামালপুরে মহান মে দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে ১ মে সোমবার দুপুরে জামালপুর জেলা প্রশাসন ও জাতীয় শ্রমিক লীগ জামালপুর জেলা শাখার যৌথ আয়োজনে শহরের মালগুদাম রোড থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহর প্রদক্ষিণ করে বকুলতলা চত্বরে গিয়ে শেষ হয়। এর আগে র্যালি পূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক শ্রাবস্তী রায়, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ফারুক আহমেদ চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ, জেলা শ্রমিক লীগের সভাপতি মশিউর রহমান বাবু, সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল চিশতি প্রমুখ। বক্তারা মে দিবসের তাৎপর্য তুলে ধরে আগামী স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ ও দেশের অর্থনীতির চাকা সচল রাখতে মালিক ও শ্রমিকদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। Related posts:জামালপুরে দুই কারাবন্দির মৃত্যুজামালপুরে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় নিহত ১এনসিপি’র গাড়িবহরে হামলার প্রতিবাদে জামালপুরে সড়ক অবরোধ করে ব্লকেড কর্মসূচি পালন Post Views: ১৮২ SHARES জামালপুর বিষয়: