ঝড়ে শেরপুর সদর হাসপাতালের কাচ ভেঙে রোগী-স্বজনসহ আহত ৭ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৪:০৯ অপরাহ্ণ, মে ১৭, ২০২৩ শেরপুর জেলা সদর হাসপাতালের পাঁচ ও ছয় তলার দরজা-জানালার কাচ ভেঙে রোগী-স্বজনসহ অন্তত ৭ জন আহত হয়েছেন। ১৬ মে মঙ্গলবার রাত ৯টার দিকে হঠাৎ করে ঝড়ে ওই ঘটনা ঘটে।এছাড়া ঝড়ের সময় হাসপাতাল চত্বরের একটি গাছে উপড়ে গিয়ে বাউন্ডারি ওয়াল ভেঙে গেছে। জানা যায়, মঙ্গলবার রাত ৯টার দিকে হঠাৎ করে প্রচণ্ড ঝড় শুরু হয়। ওইসময় ঝড়ে শেরপুর জেলা সদর হাসপাতালের পঞ্চম ও ষষ্ঠ তলার সুইংডোর (দরজা) ও জানালার কাচ ভেঙে রোগী ও স্বজনদের ওপর পড়ে। এসময় কমপক্ষে ৭ জন আহত হন। তাদের মধ্যে আব্দুল জলিল, আছিয়া বেগম, রিনা বেগম ও জয়গুন বেগমসহ চারজনের শরীরের একাধিক স্থানে সেলাই দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। জেলা সদর হাসপাতালের চিকিৎসক সাঈদ সাদ ইবনে ওয়াছেক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা আহতদের তাৎক্ষণিক চিকিৎসা দিয়েছি। আহত ব্যক্তিরা শঙ্কামুক্ত রয়েছেন। আমরা তাদেরকে অবজারভেশনে রেখেছি। Related posts:আজ ৪ ডিসেম্বর ঝিনাইগাতী মুক্ত দিবসডিএমপি’র যুগ্ম কমিশনার (ক্রাইম) আনিসুর রহমানকে শেরপুর টেনিস ক্লাবের ফুলেল শুভেচ্ছানালিতাবাড়ীতে শ্রমিক ইউনিয়ন ৩২৭৭ এর কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে সংবাদ সম্মেলন Post Views: ১০৮ SHARES শেরপুর বিষয়: