নকলায় বিশ্ব তামাক মুক্ত দিবস উদযাপিত অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৫:৪১ অপরাহ্ণ, মে ৩১, ২০২৩ ‘তামাক নয়, খাদ্য ফলান’ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে শেরপুরের নকলায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩১ মে) সকাল ১১টার পর জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল, স্বাস্থ্যসেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সামনে হতে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে পুনরায় সেখানে এসে শেষ হয়। অতপঃর উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার বুলবুল আহমেদ এর সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মোঃ বোরহান উদ্দিন, ওসি তদন্ত ইস্কান্দার হাবিব, মেডিকেল অফিসার ডা: ওলিউল্যাহ প্রমুখ বক্তব্য রাখেন। বক্তারা তামাকমুক্ত বিশ্ব গড়তে তামাকের বিভিন্ন ক্ষতিকর দিক তুলে ধরে আলোচনা করেন। এসময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সারোয়ার আলম তালুকদার, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খলিলুর রহমান, সাংগঠনিক সম্পাদক সামিউল হক মুক্তাসহ, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও নকলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। Related posts:উপজেলা নির্বাচন উপলক্ষে শেরপুরে নির্বাচনকালীন দায়িত্ব পালন সংক্রান্তে ব্রিফিং অনুষ্ঠিতঝিনাইগাতীতে বিদ্যালয়ের চারতলা একাডেমিক ভবনের উদ্বোধন করলেন এমপি ফজলুল হক চাঁননালিতাবাড়ীতে ভারতীয় মদসহ গ্রেফতার ৩ Post Views: ১৬১ SHARES শেরপুর বিষয়: