নালিতাবাড়ীতে ডিবি পুলিশের অভিযানে অবৈধ ভারতীয় রুপিসহ গ্রেফতার ১ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৪:১৫ অপরাহ্ণ, মে ১, ২০২৩ শেরপুরের নালিতাবাড়ীতে অভিযান চালিয়ে ৫০ হাজার অবৈধ ভারতীয় রুপি এবং নগদ ২ লাখ ৫৮ হাজার টাকাসহ শাহাজাদা আকন্দ (৪৪) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পুলিশ। ৩০ এপ্রিল রবিবার রাতে উপজেলার সীমান্তবর্তী নাকুগাঁও স্থলবন্দর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সে শ্রীবরদী উপজেলার গড়জরিপা ইউনিয়নের মৃত ইসমাইল আকন্দের ছেলে। জানা যায়, পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএমের নির্দেশে গোপন সংবাদের ভিত্তিতে জেলা ডিবি পুলিশের এসআই মো. সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে সীমান্তবর্তী নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও স্থলবন্দর এলাকায় অভিযান চালায়। ওইসময় শাহাজাদা আকন্দকে ৫০ হাজার অবৈধ ভারতীয় রুপি ও নগদ ২ লাখ ৫৮ হাজার টাকাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জেলা গোয়েন্দা শাখার পরিদর্শক মোহাম্মদ মুশফিকুর রহমান বলেন, ওই ঘটনায় গ্রেফতার শাহজাদার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। Related posts:নকলা উপজেলা সামাজিক সম্প্রীতি কমিটির সভাশেরপুরে জাতীয় শোক দিবসে সাপ্তাহিক শ্যামলী শেরপুর ও শ্যামলীনিউজ২৪ডটকমের শ্রদ্ধাঞ্জলিবঙ্গবন্ধু জাতীয় চ্যাম্পিয়নশীপে মানিকগঞ্জকে হারিয়ে ফাইনালে শেরপুর Post Views: ১৯০ SHARES শেরপুর বিষয়: