নেত্রকোনায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে লরি, চালক নিহত অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৫:০৮ অপরাহ্ণ, মে ২৪, ২০২৩ নেত্রকোনার কলমাকান্দায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি লরি উল্টে রাস্তার পাশে পুকুরে পড়ে যায়। এতে ইয়াছিন মিয়া (১৭) নামে ওই লরির চালক নিহত হয়েছে। ২৪ মে বুধবার সকালে উপজেলার নাজিরপুর-সিধলী সড়কের হরিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইয়াছিন উপজেলার কৈলাটি ইউনিয়নের ক্ষুদ্র সিধলী গ্রামের মো. বাচ্চু মিয়ার ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার সকালে দুর্গাপুর থেকে বালু আনার উদ্দেশ্যে বাড়ি থেকে লরি নিয়ে বের হন ইয়াছিন। হরিপুর এলাকার যাওয়া মাত্রই নিয়ন্ত্রণ হারিয়ে লরিটি সড়কের পাশের একটি পুকুরে পড়ে যায়। স্থানীয়রা এগিয়ে এসে ঘটনাস্থলে কাউকে খুঁজে না পেয়ে কলমাকান্দা থানা পুলিশকে অবহিত করে। পরে পুলিশ এসে ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহাযোগিতায় পুকুর থেকে চালক ইায়াছিনের মরদেহ উদ্ধার করে। এ ব্যাপারে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বলেন, পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। নিয়ম অনুযায়ী স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে। Related posts:শেরপুরে শিক্ষক-কর্মচারীদের এমপিও ভুক্তির দাবীতে মানববন্ধনরাজশাহীতে ১১ বছরের শিশু ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১বকশীগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু Post Views: ২১০ SHARES সারা বাংলা বিষয়: