নোবেলের মাদকাসক্তির পেছনে কয়েকজন শিল্পী ও এয়ার হোস্টেজ দায়ী, দাবি সাবেক স্ত্রীর অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৪:৪২ অপরাহ্ণ, মে ২০, ২০২৩ গায়ক মাইনুল আহসান নোবেলের সাবেক স্ত্রী মেহরুবা সালসাবিল মাহমুদ অভিযোগ করে বলেছেন, নোবেলের মাদকাসক্তির পেছনে কয়েকজন শিল্পী ও আন্তর্জাতিক রুটে চলাচল করা বিমানের এয়ার হোস্টেজ জড়িত। তারাই নোবেলকে মাদক সাপ্লাই দিতেন। ২০ মে শনিবার দুপুরে মিন্টো রোডে ডিবি কার্যালয়ে সাংবাদিকদের নোবেলের সাবেক স্ত্রী এসব কথা বলেন। নির্যাতন ও ডিবিতে আসার বিষয়ে সালসাবিল বলেন, নোবেল মাদকসেবন করে বাসায় এসে আমাকে নির্যাতন করতো। একদিন জাতীয় জরুরি সেবা-৯৯৯ এ কল দিয়ে পুলিশ ডাকি। তারা আমাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। নোবেল সেই পুলিশ সদস্যদের সামনে স্বীকার করে মাদক সেবনের কারণে আমাকে মারধর করেছে। এরপর আমি গুলশান থানায় সাধারণ ডায়েরি করি। যদিও পরে আইনগত ব্যবস্থা নেয়নি। এমনকি এসব বিষয় নিয়ে নোবেলের সাবেক স্ত্রী কথা বলায় তাকে বিভিন্ন নম্বর থেকে হুমকি দেওয়া হতো। তবে জড়িত কারও নাম প্রকাশ করেননি নোবেলের স্ত্রী। নোবেলের সাবেক স্ত্রী আরও বলেন, আজ ডিবি পুলিশের কাছে মৌখিক অভিযোগ দিয়েছি। তারা পুরো বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছেন বলে জানিয়েছেন ডিবি কর্মকর্তারা। Related posts:ফের বিশ্বমঞ্চে চিরকুট ব্যান্ডের সুমিনিজের গল্পে নায়ক অপূর্ব, নায়িকা সাবিলা নূরঅপরাধ ও রহস্য উন্মোচনের গল্পে আমান-ঊর্মিলা Post Views: ২১২ SHARES বিনোদন বিষয়: