মাদারগঞ্জে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের সময় বজ্রপাতে শ্রমিকের মৃত্যু অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১০:০৩ পূর্বাহ্ণ, মে ২২, ২০২৩ জামালপুরের মাদারগঞ্জে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সামনে ড্রেজার মেশিন দিয়ে মাটি উত্তোলনের সময় বজ্রপাতে ড্রেজার শ্রমিকের মৃত্যুর ঘটনায় ঘটেছে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে মাদারগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডাঃ শিমুল বলেন হাসপাতালে আসার আগেই জহুরুলের মৃত্যু হয়েছে। নিহত ড্রেজার শ্রমীক জহুরুল ইসলাম (৩১) টাঙ্গাইল জেলার ঝাওয়াইল গোপালপুরের সোনামুই গ্রামের সুরুজ মিয়ার ছেলে। রোববার (২১মে) সন্ধ্যায় মাদারগঞ্জ উপজেলার হাওয়ায় রোড় এলাকায় এ বজ্রপাতের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় প্রবল বেগে বৃষ্টির মধ্যেই ড্রেজার মেশিন দিয়ে খরকা নদী থেকে মাটি উত্তোলনের কাজ করছিলেন জহুরুলসহ তাঁর সহকর্মীরা । এ সময় বজ্রপাত হলে ৩জন আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক জহুরুল ইসলামকে মৃত ঘোষণা করেন। Related posts:বকশীগঞ্জে বগারচর ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থাবকশীগঞ্জে পুকুরে ডুবে শিশুর মৃত্যুইসলামপুরে কওমি মাদরাসা থেকে ৩ ছাত্রী নিখোঁজ, শিক্ষকসহ আটক ৪ Post Views: ১৫৯ SHARES জামালপুর বিষয়: