রবীন্দ্র-নজরুল স্মরণে শেরপুর সরকারি কলেজে সাংস্কৃতিক অনুষ্ঠান অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৪:১২ অপরাহ্ণ, মে ১৭, ২০২৩ “হৃদয়ে রবীন্দ্রনাথ, চেতনায় নজরুল”এই স্লোগানকে ধারণ করে শেরপুর সরকারি কলেজে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী-২০২৩ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ মে) শেরপুর সরকারি কলেজে অডিটোরিয়াম হলে এ জন্মজয়ন্তী অনুষ্ঠান পালন করা হয়। এ সময় শেরপুর সরকারি কলেজ সাংস্কৃতিক ক্লাবের পরিবেশনায় কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক সখিনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ প্রফেসর মো.আব্দুর রশীদ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপাধ্যক্ষ প্রফেসর মো.শাহ কামাল উদ্দিন, উপাধ্যক্ষ ও শিক্ষক পরিষদের সম্পাদক আব্দুল কাদির, রাষ্টবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান শিব শংকর কারুয়া প্রমূখ। এছাড়া শেরপুর সরকারি কলেজ সাংস্কৃতিক ক্লাবের পরিবেশনায় রবীন্দ্রনাথ ও কবি নজরুলের স্মরনে রাবিন্দ্র ও নজরুল সংগীত ও কবিতা আবৃত্তি ও নৃত্য পরিবেশনার মধ্যে দিয়ে অনুষ্ঠানটি প্রাণবন্ত করে তুলা হয়। Related posts:ঝিনাইগাতীতে আন্তর্জাতিক আদিবাসী দিবসে সংবাদ সম্মেলন ও স্মারক লিপি প্রদানশেরপুরে দুর্গাপূজা উপলক্ষে বিশিষ্ট ব্যবসায়ী গোপাল সাহার উদ্যোগে বস্ত্র বিতরণসন্ত্রাস নৈরাজ্য ও অবরোধের প্রতিবাদে নালিতাবাড়ীতে বিক্ষোভ সমাবেশ Post Views: ১৯৮ SHARES শেরপুর বিষয়: