রাজশাহী মহানগরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ২২, মাদকদ্রব্য উদ্ধার অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১০:১৭ পূর্বাহ্ণ, মে ২০, ২০২৩ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বিশেষ অভিযানে ২ মাদক ব্যবসায়ীসহ ২২ জনকে আটক করা হয়েছে। ১৯ মে শুক্রবার মহানগরীর থানা ও ডিবি পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানায় ১৩ জন, রাজপাড়া থানায় ২ জন, চন্দ্রিমা থানায় ১ জন, মতিহার থানায় ১ জন, কাটাখালী থানায় ১ জন, শাহমখদুম থানায় ১ জন, পবা থানায় ১ জন ও কাশিয়াডাঙ্গা থানায় ২ জনকে আটক করে। এদের মধ্যে ৮ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ২ জন মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ১২ জনকে গ্রেফতার করা হয়েছে। ওইসময় মাদক ব্যবসায়ীর কাছ থেকে ২০.১০ গ্রাম হেরোইন উদ্ধার হয়। গ্রেফতারকৃত আসামিদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো: রফিকুল আলম। Related posts:ভিক্ষুক পুনর্বাসন ও পলিথিনমুক্ত নকলা গড়তে ইউএনও’র উদ্ভাবনী উদ্যোগঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে নৌকার মাঝি তাপসের পক্ষে যুব মহিলা লীগের ব্যাপক গণসংযোগজামালপুরে প্রান্তিক কৃষকদের মাঝে সার বীজ বিতরণ Post Views: ১৫৮ SHARES সারা বাংলা বিষয়: