শ্রীবরদীতে ডিবি পুলিশের অভিযানে ১ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৪:০১ অপরাহ্ণ, মে ৪, ২০২৩ শেরপুরের শ্রীবরদীতে ১ হাজার ৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. মাসুদ রানা ওরফে মিস্টার (৩১) নামে এক যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। ৪ এপ্রিল বৃহস্পতিবার ভোররাতে উপজেলার খরিয়াকাজীরচর ইউনিয়নের পশ্চিম লংগরপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাসুদ ওই এলাকার মৃত আশরাফ আলীর ছেলে। একইদিন দুপুরে মাদক আইনের মামলায় তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। ডিবি পুলিশ সূত্রে জানা যায়, জেলা ডিবি পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোররাতে শ্রীবরদী উপজেলার পশ্চিম লংগরপাড়া এলাকার মাসুদ রানা ওরফে মিস্টারের বাড়িতে অভিযান চালায়। ওইসময় ১ হাজার ৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাসুদক হাতেনাতে গ্রেফতার করে ডিবি পুলিশ। এ ব্যাপারে ডিবি পুলিশের পরিদর্শক মোহাম্মদ মুশফিকুর রহমান জানান, পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএমের নির্দেশনায় শেরপুরকে মাদকমুক্ত করতে কাজ করছে ডিবি পুলিশ। ইয়াবাসহ গ্রেফতার যুবকের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। Related posts:ঝিনাইগাতীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপননকলায় প্রধানমন্ত্রীর উপহারের ট্যাব পেলো ১২০ জন মেধাবী শিক্ষার্থীঝিনাইগাতীতে ক্ষমতায়ন প্রকল্পের উদ্যোগে আমন ধানের বীজ উৎপাদন বিষয়ে মাঠ দিবস অনুষ্ঠিত Post Views: ২০২ SHARES শেরপুর বিষয়: