সালমানের সুরক্ষায় ৭০০ পুলিশকর্মী অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১১:৫৩ পূর্বাহ্ণ, মে ১৩, ২০২৩ এক যুগেরও বেশি সময় পর ভারতের জনপ্রিয় অভিনেতা সালমান খান আজ কলকাতায় যাচ্ছেন। এ অনুষ্ঠানকে ঘিরে ইতোমধ্যেই ভাইজানকে নিয়ে অনুরাগীদের উন্মাদনা তুঙ্গে উঠেছে। নেওয়াও হয়েছে কলকাতা পুলিশের পক্ষ থেকে বিশেষ নজরদারি ও কড়া নিরাপত্তার ব্যবস্থা। কলকাতা পুলিশ সূত্রে জানা গেছে, সালমানের অনুষ্ঠানের নিরাপত্তায় থাকবেন ৭০০ জন পুলিশকর্মী। অভিনেতার নিরাপত্তার দায়িত্বে থাকবেন একজন অ্যাডিশনাল পুলিশ কমিশনার এবং দুইজন জয়েন্ট পুলিশ কমিশনার পদমর্যাদার অফিসার, সাতজন ডিসিসহ ৭০০ জন পুলিশকর্মী। পাশাপাশি সিসিটিভি ক্যামেরায় নজরদারিতেও বিশেষ জোর দেওয়া হচ্ছে। এছাড়া শহরের পা রাখার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও দেখা করার কথা রয়েছে তার। সালমানকে দই-মিষ্টি দিয়ে আপ্যায়নের পরিকল্পনা রয়েছে কলকাতার। শহরে পৌঁছে আলিপুরের একটি পাঁচতারা হোটেলে উঠবেন ভাইজান। সন্ধ্যায় কলকাতার ইস্টবেঙ্গল ক্লাবের মাঠে হবে অনুষ্ঠান। কোথাও যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, তা নিশ্চিত করতেই কাজ করবে কলকাতা পুলিশ। Related posts:সুশান্তের ঘটনায় এবার কঙ্গনাকে পুলিশের তলবআজ সালমান শাহকে হারানোর ২৫ বছরডিজিটাল নয়, সেকেলে চিঠিওয়ালার প্রেমটাই পছন্দ মাহির Post Views: ১৬৫ SHARES বিনোদন বিষয়: