সয়াবিন তেলের দাম বেড়ে লিটার ১৯৯ টাকা অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৪:০৭ অপরাহ্ণ, মে ৪, ২০২৩ বাড়ল সয়াবিন তেলের দাম। প্রতি লিটার বোতলজাত সয়াবিনের দাম ১২ টাকা বাড়িয়ে ১৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে। আগে এ দাম ছিল ১৮৭ টাকা। ৪ মে (বৃহস্পতিবার) বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন এ তথ্য জানিয়েছে। অ্যাসোসিয়েশনের নির্বাহী কর্মকর্তা মো. নুরুল ইসলাম মোল্লার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে নতুন দাম বুধবার থেকে কার্যকর হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রতি লিটার খোলা সয়াবিন তেলের দাম নির্ধারণ করা হয়েছে ১৭৬ টাকা; যা ছিল ১৬৭ টাকা। আর ৫ লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম ৯০৬ টাকা থেকে ৫৪ টাকা বাড়িয়ে করা হয়েছে ৯৬০ টাকা। আর খোলা পাম সুপার তেল লিটার প্রতি ১১৭ টাকা থেকে ১৮ টাকা বাড়িয়ে ১৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে। Related posts:মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন ডা. মুরাদ‘হলি আর্টিজানের রায়কে কেন্দ্র করে নাশকতার তথ্য নেই’শূন্যপদে ভিসি নিয়োগের উদ্যোগ শিগগিরই: দীপু মনি Post Views: ২১১ SHARES জাতীয় বিষয়: