টাঙ্গাইলে বাসচাপায় একই পরিবারের তিনজনসহ নিহত ৪ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৫:১১ অপরাহ্ণ, জুন ১, ২০২৩ টাঙ্গাইলের মধুপুরে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনসহ চারজন নিহত হয়েছেন। ১ জুন বৃহস্পতিবার বেলা আড়াইর দিকে উপজেলার টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহাসড়কের গাঙ্গাইর বাসস্ট্যান্ড এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহত ভ্যক্তিরা হলেন মাইনুদ্দিন (৪২), তাঁর স্ত্রী সাহেরা বেগম (৩০), তাঁদের ছেলে সিয়াম (৬) ও ভ্যানচালক ফরহাদ হোসেন (৪০)। ভ্যানে করে পরিবার নিয়ে বাড়ির দিকে ফিরছিলেন মাইনুদ্দিন। এ সময় বিপরীত দিক থেকে আসা বিনিময় পরিবহনের বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। শিশু সিয়ামকে মধুপুর উপজেলা হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়। মধুপুর থানার উপপরিদর্শক আপেল মাহমুদ বিষয়টি নিশ্চিত করে জানান, ফায়ার সার্ভিসের সহায়তায় লাশ উদ্ধার করা হয়। বাসটিকে আটক করা গেলেও চালক পলাতক রয়েছেন। Related posts:ব্রাহ্মণবাড়িয়ায় একই পরিবারের ৪ জনের মরদেহ উদ্ধারগাজীপুরে সড়কের পাশে থেকে মা-মেয়ের গলাকাটা লাশ উদ্ধারমুক্তাগাছায় স্কুলছাত্রী উমামা হত্যায় সৎমা’র ফাঁসি দাবিতে মানববন্ধন Post Views: ২৩৪ SHARES সারা বাংলা বিষয়: