ইসলামপুরে শ্যালোমেশিনে সুইচ দিতে গিয়ে প্রাণগেল কৃষকের অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৪:১৫ অপরাহ্ণ, জুলাই ১৮, ২০২৩ জামালপুরের ইসলামপুর উপজেলায় মজনু মোল্লা (৫০) নামে এক কৃষক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে। মৃত মজনু মোল্লা ওই এলাকার সামছুল হক মোল্লার ছেলে। মঙ্গলবার (১৮ জুলাই) দুপুরে উপজেলার চরপুটিমারী ইউনিয়নের পেঁচারচর এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর ১২টার দিকে বসতবাড়ির পাশে আমন ধানের বীজতলায় সেচ দেয়ার জন্য শ্যালো মেশিন ঘরে যান কৃষক মজনু মোল্লা। সেখানে বিদ্যুৎ সুইচ দেয়ার জন্য বোর্ডে হাত দিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। চরপুটিমারী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সামসুজ্জামান সুরুজ মাস্টার বলেন, ‘শ্যালো মেশিনের বিদ্যুৎ সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষক মজনু মোল্লা মারা গেছেন। ইসলামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ মাজেদুর রহমান বলেন, ‘বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’ Related posts:সরিষাবাড়ীতে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে নিহত ১, আহত, ১৫ আটক ৫জামালপুরের শিক্ষা কর্মকর্তাকে থাপ্পড় মারা সেই মেয়র সাময়িক বরখাস্তজামালপুরে যমুনার পানি কমলেও বেড়েছে দুর্ভোগ Post Views: ২৪০ SHARES জামালপুর বিষয়: