ডেপুটি অ্যাটর্নি জেনারেল কামাল উদ্দিনের ইন্তেকাল অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৪:৩৭ অপরাহ্ণ, জুলাই ৫, ২০২৩ ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের আইনজীবী কামাল উদ্দিন আহমেদ (৭৫) মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। বুধবার (৫ জুলাই) ভোরে চট্টগ্রাম শহরে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কামাল উদ্দিন আহমেদ দীর্ঘদিন ধরে শারীরিকভাবে অসুস্থ ছিলেন। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে সন্তান রেখে গেছেন। পারিবারিক সূত্রে জানা গেছে, বাদ আসর জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা শেষে চৈতন্য গলি কবরস্থানে তাকে দাফন করা হবে। এর আগে বাদ জোহর চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। কামাল উদ্দিন আহমেদের মৃত্যুতে বাংলাদেশের প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন শোক জানিয়েছেন। তারা মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। কামাল উদ্দিন আহমেদ ২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি থেকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি চট্টগ্রামের আলোচিত ১০ ট্রাক অস্ত্র মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করে আলোচনায় আসেন। Related posts:৩ কোটি ৩০ লাখ লিটার ভোজ্যতেল কিনবে সরকারবিদেশি ঋণের চাপ আছে, তবে বেশি না : অর্থমন্ত্রীমার্কিন ব্যবসায়ীদের বাংলাদেশে আরও বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর Post Views: ১৯১ SHARES জাতীয় বিষয়: