তিন শতাধিক অভিবাসী নিয়ে নিখোঁজ তিন নৌকা অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১২:৩৪ অপরাহ্ণ, জুলাই ১০, ২০২৩ তিন শতাধিক অভিবাসী নিয়ে স্পেনের কাছে তিনটি নৌকা নিখোঁজ হয়েছে। এর মধ্যে সেনেগাল থেকে দুই শতাধিক অভিবাসী নিয়ে নিখোঁজ হওয়া একটি নৌকার খোঁজ চালাচ্ছেন স্পেনের উদ্ধারকর্মীরা। নৌকাটি ক্যানারি আইল্যান্ডের কাছাকাছি এলাকা থেকে এক সপ্তাহের বেশি আগে নিখোঁজ হয়। এ ছাড়া শতাধিক যাত্রী নিয়ে অপর দুটি নৌকা নিখোঁজ হয়েছে বলে জানা গেছে। সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এসব খবর জানানো হয়েছে। দাতব্য সংস্থা ওয়াকিং বর্ডারের পক্ষ থেকে জানানো হয়েছে, গত ২৭ জুন ক্যানারি দ্বীপের উদ্দেশে রওনা হয় নৌকাগুলো। এরপর থেকে সেগুলোর আর খোঁজ পাওয়া যায়নি। এদিকে নিখোঁজ অন্য দুই নৌকার বিষয়ে খুব একটা তথ্য পাওয়া যাচ্ছে না। ওয়াকিং বর্ডার জানিয়েছে, ওই দুই নৌকার একটিতে ৬৫ জন এবং অন্যটিতে ৬০ জন ছিল বলে জানা গেছে। সংবাদমাধ্যম বিবিসি বলছে, অনেক অভিবাসী ইউরোপের মূল ভূখণ্ডে পৌঁছানোর আশায় আফ্রিকা থেকে ক্যানারি দ্বীপপুঞ্জে পাড়ি জমান। পশ্চিম আফ্রিকা ও আটলান্টিকের এ অভিবাসন রুটটিকে বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ রুট হিসেবে বিবেচনা করা হয়। জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) তথ্য অনুযায়ী, ২০২২ সালে এ রুটে অন্তত ৫৪৩ অভিবাসী মারা গেছেন অথবা নিখোঁজ হয়েছেন। Related posts:নিউজিল্যান্ডকে শতভাগ করোনামুক্ত ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডেনগাজার এ পরিস্থিতির জন্য ট্রাম্প দায়ী: হামাসপদার্থবিদ্যায় নোবেল পেলেন তিন বিজ্ঞানী Post Views: ২২৫ SHARES আন্তর্জাতিক বিষয়: