নৌকাকে বিজয়ী করতে যুব মহিলা লীগ নেতাকর্মীদের অঙ্গীকার নিতে হবে: সারোয়ার ডেইজি অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৪:৪৪ অপরাহ্ণ, জুলাই ৫, ২০২৩ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সবধরনের প্রতিকূলতা মোকাবেলায় যুব মহিলা লীগের নেতাকর্মীদের পিছপা না হওয়ার অঙ্গীকার নিতে তাদের প্রতি আহ্বান জানিয়েছেন সংগঠনটির সভাপতি আলেয়া সারোয়ার ডেইজি। বুধবার (৫ জুলাই) বাংলাদেশ যুব মহিলা লীগের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা বাণীতে তিনি এই আহ্বান জানান। বাণীতে আলেয়া সারোয়ার ডেইজি বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকাকে পুনরায় বিজয়ী করতে, সমগ্র অপশক্তি, স্বৈরাচার, মৌলবাদ, নারী বিদ্বেষী মনোভাব, বিএনপি-জামায়াতের ষড়যন্ত্র মোকাবেলায় বাংলাদেশ যুব মহিলা লীগের কোনো নেতাকর্মী পিছপা হবে না, আজ প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে সংগঠনের প্রত্যেককে এই অঙ্গীকার গ্রহণের আহ্বান জানাই। ডেইজি বলেন, আন্দোলন, সংগ্রাম ও সাফল্যের সংগঠন বাংলাদেশ যুব মহিলা লীগ। ঐতিহ্যবাহী প্রাণপ্রিয় এই সংগঠনটির যাত্রা শুরু হয়েছিল আজ থেকে ২১ বছর আগে। ২০০২ সালের ৬ জুলাই তৎকালীন চারদলীয় জোট সরকারের হত্যা, সন্ত্রাস, নির্যাতনের বিরুদ্ধে চলমান আন্দোলন সংগ্রামকে আরও গতিশীল করে রাজনীতিতে নারীর অংশগ্রহণ বৃদ্ধি এবং যুব নারী সমাজকে সুসংগঠিত করার লক্ষ্যে তৎকালীন বিরোধী দলীয় নেত্রী, বঙ্গবন্ধু কন্যা আজকের মাননীয় প্রধানমন্ত্রী, দেশরত্ন, জননেত্রী শেখ হাসিনা প্রতিষ্ঠা করেন। যুব মহিলা লীগের সভাপতি বলেন, আন্দোলন-সংগ্রাম-ত্যাগ-তিতিক্ষা-জেল-জুলুম-হুলিয়া মাথায় নিয়ে সংগঠনটি ইতোমধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর বিশ্বস্ত ভ্যানগার্ডের মর্যাদা লাভ করেছে। বাণীতে যুব মহিলা লীগ সভাপতি বলেন, হাজারো নেতাকর্মীদের অহংকারের এই সংগঠনটির প্রতিটি নেতাকর্মী জননেত্রী শেখ হাসিনার জন্য যেকোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত। বহু ঘাত-প্রতিঘাত, প্রতিকূলতা, ষড়যন্ত্র মোকাবেলা করেই এগিয়ে যাচ্ছে শিক্ষা, সাম্য আর প্রগতির সংগঠন বাংলাদেশ যুব মহিলা লীগ। ডেইজি বলেন, সংগঠনের সভাপতি হিসেবে বাংলাদেশ যুব মহিলা লীগের সব স্তরের নেতাকর্মীদের প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানাই এবং সংগঠনের সর্বাঙ্গীন সফলতা কামনা করি। এদিকে আগামীকাল ৬ জুলাই সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুই দিনব্যাপী কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। Related posts:ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রীপদ না থাকলে কেউ সালামও দেবে না : ওবায়দুল কাদেরটাকা খেয়ে খারাপ লোকের নাম কেন্দ্রে পাঠাবেন না : ওবায়দুল কাদের Post Views: ২০৭ SHARES রাজনীতি বিষয়: