ফরিদপুরে বাস চাপায় নিহত ২ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৪:৩৬ অপরাহ্ণ, জুলাই ২৪, ২০২৩ ফরিদপুরের ভাঙ্গায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেসওয়ের গোল চত্বরে বাস চাপায় দুইজন পথচারী নিহত হয়েছেন।২৪ জুলাই সোমবার বেলা তিনটার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। স্থানীয়রা জানান, ভাঙ্গা গোল চত্বর এলাকায় দুই পথচারী ঢাকা যাবার উদ্দেশ্যে সেখানে দাঁড়িয়ে ছিল। এসময় ভাঙ্গা থেকে ঢাকাগামী একটি বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যায়। এদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন মাহফুজুর রহমান। তার বাড়ি মেহেরপুর সদর উপজেলার দরবেশপুর গ্রামে। অপরজনের পরিচয় পাওয়া যায়। এ ঘটনায় ঘাতক বাসটি আটক করতে পারেনি পুলিশ। রিহত দুইজনের লাশ ভাঙ্গা হাইওয়ে থানায় রাখা হয়েছে। Related posts:কারাবন্দিদের জন্য ভিডিওতে কথা বলার ব্যবস্থা হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রীমাদারগঞ্জে সেচপাম্পের লাইন খুলতে গিয়ে বিদ্যুৎ পৃষ্টে ২ যুবকের মৃত্যুশেরপুরে বিশ্ব এইডস দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা অনুষ্ঠিত Post Views: ২৪৮ SHARES সারা বাংলা বিষয়: