বেড়াতে গিয়ে ব্যাগ হারিয়ে বিপাকে হাথুরুসিংহে অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৫:৪১ অপরাহ্ণ, জুলাই ২৫, ২০২৩ ঘরের মাঠে আফগানিস্তান সিরিজ শেষ হয়েছে গেল সপ্তাহেই। আসন্ন এশিয়া কাপের আগে বাংলাদেশের কোনও ম্যাচ নেই। এশিয়া কাপকে সামনে রেখে ২৪-২৫ জন ক্রিকেটার নিয়ে আগামী ২৯ জুলাই থেকে ক্যাম্প শুরু হলেও কোচিং স্টাফের সবাই এখন ছুটিতে। প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহেও ছুটি কাটাতে গিয়েছেন অস্ট্রেলিয়ায়। আর সেখানে পৌঁছে একগাদা ঝামেলায় পড়েছেন এই টাইগার হেডমাস্টার। হাথুরুসিংহের এমন বিড়ম্বনার শুরু মূলত ভার্জিন অস্ট্রেলিয়া এয়ারলাইন্সের ফ্লাইতে উঠতে গিয়ে। একে তো ফ্লাইট শুরুর কয়েক ঘণ্টা আগে ফ্লাইট বাতিল হল, এরপর ছিলনা কোনও বিকল্প ব্যবস্থাও। যদিও এমন বিড়ম্বনার সম্মুখীন হলে বিকল্প ব্যবস্থা থাকে, কিন্তু হাথুরুরিংহের কপালে জোটেনি কিছুই। উল্লেখ্য, পরদিন নতুন ফ্লাইট পেলেও সেখানে বিড়ম্বনার শিকার হয়েছেন হাথুরু; ফ্লাইট এদিনও দেরিতে হয়েছে এমনকি কোনমতে ফ্লাইটে চেপে বসলেও হারিয়ে ফেলেছেন নিজে ব্যাগ। পরে নিজের এমন তিক্ত অভিজ্ঞতা টুইট করে জানিয়েছেন হাথুরু নিজেই। ‘ভার্জিন অস্ট্রেলিয়া এয়ারলাইন্সের হয়ে জঘন্য অভিজ্ঞতা হলো। টেক অফের একটু আগে ফ্লাইট বাতিল হয়ে গেল। একই দিনে কোনো বিকল্প ফ্লাইটও দেওয়া হলো না। এরপর পরদিন ফ্লাইটে উঠতে পারলাম কিন্তু এবার দেরি হলো। শেষমেশ ব্যাগটাও হারিয়ে ফেলেছি।’ Related posts:শেরপুরে ৭ বছর পর শুরু হতে যাচ্ছে প্রথম বিভাগ ক্রিকেট লীগ, হবে প্রিমিয়ার লীগওঅর্ধেকেরও কম বয়সী সেই তরুণের সঙ্গে সম্পর্কের ইতি টানলেন নেইমারের মাশ্বাসরুদ্ধকর ম্যাচে টাইব্রেকারে জয় মেসিদের Post Views: ১৮৯ SHARES খেলাধুলা বিষয়: