রাজশাহী রেঞ্জের নতুন ডিআইজি হলেন আনিসুর রহমান News News Desk প্রকাশিত: ৭:৩১ অপরাহ্ণ, জুলাই ১৬, ২০২৩ রাজশাহী রেঞ্জের নতুন উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে নিয়োগ পেয়েছেন মো. আনিসুর রহমান বিপিএম (বার) পিপিএম (বার)। রোববার (১৬ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এক প্রজ্ঞাপনে এ বদলি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন সিনিয়র সহকারী সচিব মো. মাহাবুর রহমান শেখ। প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. আনিসুর রহমানকে রাজশাহী রেঞ্জের নতুন ডিআইজি হিসেবে দায়িত্ব দেওয়া হলো। জানা যায়, গোপালগঞ্জের সন্তান আনিসুর রহমান ১৯৯০ সালে যশোর বিএফ শাহীন স্কুল অ্যান্ড কলেজ থেকে মানবিক বিভাগ থেকে এসএসসি পাস করেন। পরে ঢাকা কলেজ থেকে এইচএসসি পাস করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর করেন। ২০তম বিসিএসে উত্তীর্ণ হয়ে ২০০১ সালে ৩১ মে বাংলাদেশ পুলিশে যোগদান করেন আনিসুর রহমান। তিনি পুলিশ সুপার হিসেবে শেরপুর, নোয়াখালী, যশোর, নারায়ণগঞ্জ, ঢাকা মেট্রোপলিটন পুলিশে উপ-পুলিশ কমিশনার ও যুগ্ম কমিশনার (ক্রাইম), সিআইডির ডিআইজি ও সর্বশেষ রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার হিসেবে অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন। আনিছুর রহমান চাকরিতে কৃতিত্বের অবদান স্বরূপ ২০১২ সালে পিপিএম ও পরের বছর বিপিএম পদক পেয়েছেন। তিনি শেরপুরের সাবেক এমপি ও জেলা যুব মহিলা লীগের সভাপতি এ্যাডভোকেট ফাতেমাতুজ্জহুরা শ্যামলীর স্বামী। Related posts:শেরপুরে নদীর পানি বিপৎসীমার ১০৬ সেন্টিমিটার ওপরে, বন্যার শঙ্কাযুক্তরাষ্ট্রে সহায়তা চেয়ে উল্টো পুলিশের গুলিতে প্রাণ হারালেন বাংলাদেশি তরুণশেরপুরে তীর্থোৎসব ঘিরে চলছে উৎসবের আমেজ Post Views: ৪৭৩ SHARES জাতীয় বিষয়: