শেরপুরে নানা আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৫:৫২ অপরাহ্ণ, জুলাই ২৫, ২০২৩ ‘নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরে নানা জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৩ এর উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে ২৫ জুলাই মঙ্গলবার সকালে জেলা প্রশাসন ও জেলা মৎস্য অফিসের আয়োজনে জেলা কালেক্টরেট ভবন অঙ্গন থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাগত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম। ওইসময় অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদ, সিভিল সার্জন ডা. অনুপম ভট্টাচার্য্য, জেলা মৎস্য কর্মকর্তা প্রণব কুমার কর্মকার, জেলা মৎস্য বিভাগের সিনিয়র সহকারী পরিচালক সুলতানা লায়লা তাসনীমসহ জেলা প্রশাসন ও জেলা মৎস্য অফিসের অন্যান্য কর্মকর্তা, মৎস্যচাষীরা উপস্থিত ছিলেন। পরে জেলা শিল্পকলা একাডেমিতে মৎস্য সপ্তাহ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে জেলার সফল মৎস্যচাষী ও মৎস্য উদ্যোক্তাদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এরপর বিভিন্ন পুকুর-জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়। উল্লেখ্য, ২৪ জুলাই থেকে ৩০ জুলাই পর্যন্ত নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ পালন করা হবে। Related posts:শেরপুরে ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিতশ্রীবরদীতে বাংলাদেশ স্কাউটসের ১৭৪তম ওরিয়েন্টশন কোর্সের উদ্বোধননকলায় এসএসসি পরিক্ষার প্রথম দিনে ২১ পরীক্ষার্থী অনুপস্থিত Post Views: ২১০ SHARES শেরপুর বিষয়: