জামালপুরে তুচ্ছ ঘটনায় একজন নিহত অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৮:০১ অপরাহ্ণ, আগস্ট ১৪, ২০২৩ ডিশ লাইনের বিল দিতে গিয়ে ভুলে একশ টাকা বেশি দিয়ে ফেরত নিতে গিয়ে প্রান গেল মাইক্রোবাস চালক হাফিজুর রহমানের। ৩ সন্তানের জনক হাফিজুরের বাড়ি জামালপুর পৌর এলাকার রামনগর গ্রামে। সে স্থানীয় তোতা মিয়ার ছেলে। ১৪ আগস্ট সোমবার সকাল সাড়ে ৮ টায় এই ঘটনাটি ঘটে। নিহতের স্ত্রী কল্পনা বেগম বলেন, আজ সকালে রামনগর গ্রামের ডিস কর্মচারী সৌরভ বিল নেয়ার জন্য আসে। আমার স্বামী হাফিজুর ৫শ টাকার নোট দিলে ডিশ লাইন কর্মচারী সৌরভ ২শ টাকা নিয়ে চলে যান। ১শ টাকার বিল ২শ টাকা নেয়ায় হাফিজুর বাকি ১শ টাকা ফেরত চাইলে তাদের মধ্যে কথা কাটা কাটির এক পর্যায়ে ডিস কর্মচারী সৌরভের আঘাতে হাফিজুর মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। জামালপুর পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মাসুদ আনোয়ার বলেন, ঘটনার পর থেকেই অভিযুক্ত সৌরভ পলাতক রয়েছে। তাকে আইনের আওতায় আনার জন্য আমরা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করা হয়েছে। মরদেহটি এখন জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। Related posts:মাদারগঞ্জে ট্রাক্টরের চাপায় ব্যবসায়ীর মৃত্যুময়মনসিংহের ত্রিশালে সড়ক দুর্ঘটনায় নিহত ৭যোগাযোগ কইরেন, চার্জশিট থেকে নাম কেটে দিমুনি: মহিলা লীগ নেত্রীকে যুবদল নেতা Post Views: ২০৫ SHARES জামালপুর বিষয়: