তামিমকে নিয়ে যা বললেন সাকিব অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৫:৫৮ অপরাহ্ণ, আগস্ট ২৬, ২০২৩ চোট কাটিয়ে মাঠে ফেরার লড়াইয়ে আছেন তামিম ইকবাল। ওয়ানডের এই সাবেক কাপ্তান এবার খেলবেন সাকিব আল হাসানের অধীনে। তবে পুনর্বাসন প্রক্রিয়ায় থাকা তামিমের আসন্ন এশিয়া কাপে খেলা হচ্ছে না। তবে তিনি বিশ্বকাপে ফিরতে চান। আজ তামিমকে নিয়েই তাই প্রশ্ন করা হয়েছিল সাকিব আল হাসানকে। সাকিব বলেছেন, ‘যে কোনো অভিজ্ঞ ক্রিকেটারই দলের জন্য গুরুত্বপূর্ণ। দলে তারা কতটা অবদান রাখতে পারে, এটার ওপর অবশ্যই নির্ভর করে সবকিছু। তবে অবশ্যই অভিজ্ঞতার তো একটা দাম আছে এবং অভিজ্ঞ ক্রিকেটার দলে থাকলে কন্ডিশন সম্পর্কে কিংবা বড় বড় টুর্নামেন্ট সম্পর্কে যখন একজন ক্রিকেটারের অভিজ্ঞতা থাকে ও তা যখন ভাগাভাগি করে, জিনিসটা অনেক সহজ হয়ে যায়, বিশেষ করে যারা নতুন দলে আসে।’ আরেক অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহর অবশ্য জায়গা হয়নি এশিয়া কাপের মূল স্কোয়াড কিংবা স্ট্যান্ড বাই তালিকায়। বিশ্বকাপের মূল পরিকল্পনায় তিনি নেই বলেই তাই ধরে নেওয়া যায়। এশিয়া কাপ খেলতে রবিবার শ্রীলঙ্কার উদ্দেশে দেশ ছাড়বে টাইগাররা। Related posts:বিপিএলের প্লেয়ার্স ড্রাফট শেষে দল পেলেন যারাবরিশালকে ১ রানে হারিয়ে তৃতীয়বার বিপিএল জিতল কুমিল্লাবিয়ের আসর থেকে পালিয়ে এসএ গেমসে স্বর্ণ জয় ইতির Post Views: ১৯১ SHARES খেলাধুলা বিষয়: