নকলায় গাঁজাসহ আটক ১ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৮:০১ অপরাহ্ণ, আগস্ট ২৩, ২০২৩ শেরপুরের নকলায় ৫০০ গ্রাম গাঁজাসহ জহির হোসেন টিটু (৩৬) নামে এক ব্যক্তিকে আটক করেছে থানা পুলিশ। ২২ আগস্ট মঙ্গলবার রাতে গণপদ্দী ইউনিয়নের গণপদ্দী বিদ্যুৎ টাওয়ার পয়েন্ট সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়। টিটু ওই গ্রামে জামাল উদ্দিনের ছেলে। নকল থানার এসআই বিপ্লব মোহন্ত জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে টিটুকে আটক করা হয়। পরে তার হেফাজতে থাকা ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। ওই ঘ্টনায় নকলা থানায় মামলা রুজু করে টিটুকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। Related posts:শেরপুরে সাবেক সাংসদ শ্যামলীর ইফতার সামগ্রী বিতরণনকলায় ৪ হোটেল ব্যবসায়ীকে ১২ হাজার টাকা অর্থদন্ডশতাধিক পরিবার পেল ভয়েজ অফ ঝিনাইগাতী’র খাদ্য সহায়তা Post Views: ১৭১ SHARES শেরপুর বিষয়: