পাকিস্তানে বিয়ে থেকে ফেরার পথে বিস্ফোরণে ৭ জন নিহত অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১:২৩ অপরাহ্ণ, আগস্ট ৮, ২০২৩ পাকিস্তানের বেলুচিস্তানের পাঞ্জগুর জেলায় ল্যান্ডমাইন বিস্ফোরণে ইউনিয়ন কাউন্সিলের (ইউসি) চেয়ারম্যানসহ অন্তত সাতজন নিহত হয়েছেন। সোমবার রাতে জেলার বলগাটার এলাকায় এ ঘটনা ঘটে। জেলা প্রশাসক আমজাদ সোমরো পাকিস্তানের সংবাদমাধ্যম ডনকে জানান, বালগাটার ইউসি চেয়ারম্যান ইশতিয়াক ইয়াকুব ও বিয়ের অনুষ্ঠান থেকে ফিরে আসা ব্যক্তিদের বহনকারী একটি গাড়িকে লক্ষ্য করে দুর্বৃত্তরা বিস্ফোরক স্থাপন করেছিল। গাড়িটি বলগাটার এলাকায় চাকর বাজারে পৌঁছালে বিস্ফোরক ডিভাইসটি বিস্ফোরিত হয়। এতে প্রাণহানির ঘটনা ঘটে। নিহতরা বালতাগর ও পাঞ্জগুরের বাসিন্দা। নিহতদের মধ্যে চারজনের পরিচয় স্বজনরা নিশ্চিত করেছেন। এই হামলার ঘটনায় নিষিদ্ধ বেলুচ লিবারেশন ফ্রন্ট (বিএলএফ) জড়িত থাকার আশঙ্কা করছেন সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা। Related posts:আমরা ১৯৭১-এর প্রতিশোধ নিয়েছি: পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফপাকিস্তানে ভূমিকম্প, সঙ্গে কাঁপল দিল্লিওতিস্তা ইস্যুতে মোদিকে মমতার চিঠি Post Views: ১৫৪ SHARES আন্তর্জাতিক বিষয়: