মেলান্দহে সৌদি ফেরত যুবকের আত্মহত্যা অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৮:৩৩ অপরাহ্ণ, আগস্ট ১৩, ২০২৩ জামালপুর জেলার মেলান্দহ উপজেলার হাজরাবাড়ি পৌরসভার দিলালেরপাড়া গ্রামে মৃত মন্টু মিয়ার পুত্র লিয়ন (৩২) নামের প্রবাস ফেরত যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। জানা গেছে, নিহতের ছোট ভাই লিটন সকাল ৯টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে দেখেন বাড়ির পিছনে গাছের সাথে লিয়নের ঝুলছে। পরে সেখান থেকে লাশ নামিয়ে বাড়িতে আনেন। খবর পেয়ে নিহতের বাড়ি থেকে লাশ উদ্ধার করে মেলান্দহ থানা পুলিশ। ওয়ার্ড কাউন্সিলর মোঃ জাহাঙ্গীর আলম জানান, ছেলেটি দীর্ঘদিন বিদেশে ছিল। বাড়িতে এসে সাত মাস আগে বিয়ে করে আবার সৌদিতে চলে যায়। সৌদিতে থাকা অবস্থায় মানসিক সমস্যা দেখা দিলে দেশে এনে আত্মীয়-স্বজনরা চিকিৎসা করছিলেন। সকাল ৯টার দিকে খবর পেয়েছি ছেলেটি ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করছে। মেলান্দহ থানা অফিসার ইনচার্জ দেলোয়ার হোসেন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে। Related posts:জামালপুরে টিকা নিতে চায় মৃত মোখলেছ!বকশীগঞ্জে অটোরিকশা-পিকআপ সংঘর্ষে শিক্ষক নিহতইসলামপুর পৌরসভার মেয়রের বরখাস্তের আদেশ হাইকোর্টে স্থগিত Post Views: ২৬৮ SHARES জামালপুর বিষয়: