রাজশাহীতে ২০২৩-২৪ অর্থবছরের ইমাম প্রশিক্ষণ ও সনদ প্রদান অনুষ্ঠিত অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৭:১৬ অপরাহ্ণ, আগস্ট ২১, ২০২৩ রাজশাহীতে ২০২৩-২৪ অর্থ বছরের আওতায় ইমাম প্রশিক্ষণের ১১০৭ তম দলের ৪৫ দিনব্যাপী নিয়মিত ঈমাম প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণী অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মো: আনিসুর রহমান, বিপিএম (বার), পিপিএম (বার)। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডিআইজি আনিসুর রহমান বলেন, আজ ইমামগণ ধর্মীয় ও নৈতিক শিক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। দ্বীনি বিষয়ের পাশাপাশি সন্ত্রাস ও জঙ্গী দমন, মাদকাশক্তি প্রতিরোধ ইত্যাদি সামজিক বিষয়ে জনগনকে সচেতন করতে ঈমামদের আহ্বান জানান তিনি। ২১ আগস্ট সোমবার রাজশাহীর ইমান প্রশিক্ষণ মিলনায়তনে ওই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। রাজশাহী বিভাগের ৭ জেলা ও খুলনা বিভাগের ২ জেলা মোট ৯ জেলার ঈমামদের প্রশিক্ষণ দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী ইমাম প্রশিক্ষণ একাডেমীর উপ-পরিচালক ডা. আসেম আলী। Related posts:শেরপুরে জমে উঠেছে দূর্গা পূজার কেনাকাটাসরিষাবাড়ীতে নিষেধাজ্ঞা অমান্য করে প্রাইভেট পড়ানোর অপরাধে শিক্ষককে অর্থদণ্ডসরিষাবাড়ীতে হোটেলের খাবার খেয়ে অর্ধশতাধিক মানুষ অসুস্থ্য Post Views: ৩৩০ SHARES সারা বাংলা বিষয়: