শেরপুরের ছানার পায়েসকে জিআই পণ্য হিসেবে নিবন্ধনে জেলা ব্র্যান্ডিং কমিটির সভা অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৮:৫৩ অপরাহ্ণ, আগস্ট ২৪, ২০২৩ শেরপুরের মুখরোচক খাবার ছানার পায়েসকে ভৌগলিক নির্দেশক পণ্য (জিআই) হিসেবে নিবন্ধনের জন্য জেলা ব্র্যান্ডিং বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ২৪ আগস্ট বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আয়োজিত ওই সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম। ওইসময় তিনি বলেন, এর আগে শেরপুরের সুগন্ধি তুলশীমালা চাল দেশের ১১তম জিআই পণ্য হিসেবে নিবন্ধন পেয়েছে। জেলার ঐতিহ্যবাহী ও সু-স্বাদু খাবার হিসেবে ছানার পায়েসের বেশ সুনাম রয়েছে। এজন্য এবার জেলা প্রশাসনের পক্ষ থেকে শেরপুরের ঐতিহ্যবাহী খাবার ছানার পায়েসকে জিআই পণ্য হিসেবে নিবন্ধনের জন্য যথাযথভাবে আবেদন করা হবে। সভায় ছানার পায়েস নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদ। ওইসময় সিভিল সার্জন ডা. অনুপম ভট্টাচার্য্য, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা জেবুন নাহার, পৌর প্যানেল মেয়র নজরুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌস, জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মোস্তাফিজুর রহমান, জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আল মাহমুদ, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক লুৎফুল কবীর, জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক এসএম মোহাই মোনুল ইসলাম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জল, অনুরাধা মিষ্টান্ন ভান্ডারের স্বত্বাধিকারী বাপ্পী দে, ছানার পায়েস নিয়ে কাজ করা দেলোয়ার হোসেনসহ জেলার মিষ্টান্ন ব্যবসায়ীগণ এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। Related posts:শেরপুরে আগুনে ভস্মীভূত ২০ ব্যবসাপ্রতিষ্ঠানশেরপুরে আদালতের হাজতখানা থেকে পালালো রিমান্ডের আসামিশেরপুরের নালিতাবাড়ীতে ট্রাকচাপায় শিশু নিহত Post Views: ২৪২ SHARES শেরপুর বিষয়: