শেরপুরে জেলা জজ ও চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৪:১৮ অপরাহ্ণ, আগস্ট ৩, ২০২৩ শেরপুরের জেলা ও দায়রা জজ মোহাম্মদ তৌফিক আজিজ ও চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এস এম হুমায়ুন কবীরের সাথে শুভেচ্ছা ও মতবিনিময় করেছেন জেলার নবাগত প্রথম নারী পুলিশ সুপার মোনালিসা বেগম পিপিএম- সেবা। ২ আগস্ট বুধবার বিকেলে নবাগত পুলিশ সুপার তাদের অফিস কক্ষে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তারা বিচার বিভাগের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানান। মতবিনিময়কালে নবাগত পুলিশ সুপার জেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরে তার তরফ থেকে পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বোচ্চ প্রচেষ্টা থাকবে বলে জানান। সেই সাথে তিনি তদন্তাধীন মামলায় অপরাধীদের দ্রুত বিচারের মুখোমুখি ও বিচারিক ক্ষেত্রে সাক্ষী উপস্থাপন সহ সার্বিক বিষয়ে সহযোগিতা এবং বিচার বিভাগের পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে নিবিড়ভাবে কাজ করার আশা ব্যক্ত করেন। অন্যদিকে বিচার বিভাগের তরফ থেকে তার সফলতার আশাবাদ ব্যক্ত করা হয়। ওই সময় বিচার বিভাগের অন্যান্য বিচারক এবং জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। Related posts:শ্রীবরদীতে প্রাণীসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিতঝিনাইগাতীতে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের পক্ষ থেকে মাস্ক বিতরণনালিতাবাড়ীতে ধানখেত থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার Post Views: ৩৩১ SHARES শেরপুর বিষয়: