শেরপুরে ডিবি পুলিশের অফিসার ও ফোর্সদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৪:২৮ অপরাহ্ণ, আগস্ট ৩, ২০২৩ শেরপুরে জেলা গোয়েন্দা (ডিবি) শাখায় কর্মরত অফিসার ও ফোর্সদের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা করেছেন নবাগত পুলিশ সুপার মোনালিসা বেগম পিপিএম-সেবা। ৩ আগস্ট বৃহস্পতিবার পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে ওই মতবিনিময় করা হয়। সভায় নবাগত পুলিশ সুপার জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে চোরাচালান, মাদক, জঙ্গি, সন্ত্রাস, চুরি-ছিনতাই, ডাকাতি, দস্যুতা নির্মূলে গোয়েন্দা নজরদারি বৃদ্ধির মাধ্যমে নিয়মিত অভিযান পরিচালনা সহ বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা প্রদান করে সকলকে পেশাদারিত্বের সাথে কাজ করার আহ্বান জানান। সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ ফখরুজ্জামান জুয়েল, পিপিএম, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) তাহমিনা আক্তার, ডিবির ওসি মোঃ মুশফিকুর রহমানসহ জেলা গোয়েন্দা শাখায় কর্মরত অফিসার-ফোর্সবৃন্দ উপস্থিত ছিলেন। Related posts:শেরপুরে টেকসই উন্নয়ন অভীষ্টসমূহ বাস্তবায়ন ও সমন্বয় সম্পর্কিত জেলা ব্যবস্থাপনা কমিটির সভাশেরপুরে ধুমধামে প্রতিমা বিসর্জননকলায় রোগীদের মাঝে সহায়তার চেক বিতরণ Post Views: ৫৩৯ SHARES শেরপুর বিষয়: