শেরপুরে ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ করলেন নবাগত জেলা প্রশাসক অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৮:৫৪ অপরাহ্ণ, আগস্ট ২, ২০২৩ শেরপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক অভিযান শুরু হয়েছে। ২ আগস্ট বুধবার সকালে জেলা কালেক্টরেট অঙ্গন থেকে ওই অভিযানের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম। ওই সময় তিনি বলেন, ডেঙ্গু একটি ভাইরাসজনিত রোগ, যা এডিস মশার মাধ্যমে ছড়ায়। তাই এডিস মশার বংশবৃদ্ধি রোধের মাধ্যমে ডেঙ্গুজ¦র প্রতিরোধ করা যায়। এজন্য এডিস মশার যেনো লার্ভা জন্মাতে না পারে, আমাদের আশেপাশের পরিবেশ-এমটা নিশ্চিত করতে হবে। গড়ে তুলতে হবে জনসচেতনা। ওইসময় তিনি সাধারণ মানুষের মাঝে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন। পরে জেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে আয়োজিত কর্মসূচির আওতায় এক জনসচেতনতামূলক র্যালি শহরের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিন করে। র্যালি থেকেও যাতায়াতকারি জনসাধারণের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। এতে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোকতাদিরুল আহমেদ, সিভিল সার্জন ডাঃ অনুপম ভট্টাচার্য, শেরপুর পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র নজরুল ইসলাম, জেলা স্বাচিপ সভাপতি ডা: এটিএম মামুন জোস, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোবারক হোসেন, জেলা সদর হাসপাতালের আর.এম.ও ডা: খায়রুল কবির সুমন, শেরপুর প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধার ও সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জলসহ অন্যান্যরা অংশ নেন। Related posts:শেরপুরের নকলায় করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধ ও সার্বিক ব্যবস্থাপনায় কমিটি গঠনঝিনাইগাতীতে অংশগ্রহণমূলক মনিটরিং বিষয়ক প্রশিক্ষণঈদকে সামনে রেখে শ্রীবরদীতে পুলিশের মতবিনিময় Post Views: ৩০১ SHARES শেরপুর বিষয়: