সাংবাদিক নাদিম হত্যা মামলা: বাবুসহ ৫ জনের জামিন নামঞ্জুর অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৪:২৬ অপরাহ্ণ, আগস্ট ৭, ২০২৩ জামালপুরের বকশিগঞ্জে সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যা মামলার প্রধান আসামি মাহমুদুল আলম বাবুসহ ৫ জনের জামিন নামঞ্জুর করেছে আদালত। এ নিয়ে ৩য় বারের মতো আসামিদের জামিন আবেদন নামঞ্জুর করা হলো। ৭ আগস্ট সোমবার বেলা সাড়ে ১২টার দিকে জামালপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বকশিগঞ্জ আমলি আদালতের বিচারক তানভীর আহম্মেদ ৫ জনের জামিন আবেদন নামঞ্জুর করেন। মামলার বাদী পক্ষের আইনজীবী এডভোকেট ইউসুফ আলী জানান, সাংবাদিক নাদিম হত্যা মামলায় গ্রেফতার ১৭ আসামির মধ্যে প্রধান আসামি বাবু, মকবুল হোসেন, জাকিরুল, রেজাউল ও মনিরুজ্জামান জামিনের আবেদন করেন। বিচারক বাদী ও বিবাদী পক্ষের আইনজীবীর বক্তব্য শুনে তাদের জামিন আবেদন না মঞ্জুর করেন। এ নিয়ে ৩য় বারের মতো আসামিদের জামিন আবেদন না মঞ্জুর করা হয়েছে। উল্লেখ, গত ১৪ জুন কাজ শেষে বাড়ি ফেরার পথে বকশিগঞ্জের পাটহাটি এলাকায় হামলার শিকার হন সাংবাদিক গোলাম রব্বানী নাদিম। ১৫ জুন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। এই ঘটনায় ১৭ জুন নিহত সাংবাদিক নাদিমের স্ত্রী বাদী হয়ে ইউপি চেয়ারম্যান বাবুসহ ২২ জনের নামে বকশিগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় আরো ২০ থেকে ২৫ জনকে অজ্ঞাত আসামী করা হয়। Related posts:বঙ্গবন্ধু দান, দয়া নেওয়ার মতো মানুষ ছিলেন না : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীবকশীগঞ্জে সীমান্ত দিয়ে নারীসহ ৭ জনকে পুশইনসানন্দবাড়ীতে ৮০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১ Post Views: ২৭২ SHARES জামালপুর বিষয়: