একসঙ্গে তিন সন্তানের জন্ম, নাম রাখলেন আলিফ-লাম-মিম অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১১:৩১ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১১, ২০২৩ লালমনিরহাটের একটি বেসরকারি ক্লিনিকে সিজার অপারেশনের মাধ্যমে একসঙ্গে তিন সন্তানের জন্ম দিয়েছেন শারমিন বেগম (২২) নামের এক গৃহবধূ। জন্মের পর তাদের নাম রাখা হয়েছে আলিফ, লাম ও মিম। ১০ সেপ্টেম্বর রবিবার রাতে মনোয়ারা ক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক মঞ্জুর আলম বলেন, অস্ত্রোপচারের মাধ্যমে এক প্রসূতি তিনটি সন্তান জন্ম দেন। বর্তমানে মা ও তিন শিশু সুস্থ রয়েছেন। এর আগে শনিবার রাতে মনোয়ারা ক্লিনিকে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে তিন সন্তানের জন্ম হয়। এদের মধ্যে দুই মেয়ে ও এক ছেলে রয়েছে। গৃহবধূ শারমিন বেগম কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার শিমুলবাড়ি ইউনিয়নের জাকলাটারি গ্রামের বাসিন্দা। তার স্বামী রাশিদুল ইসলাম রাজমিস্ত্রির কাজ করেন। খোঁজ নিয়ে জানা গেছে, শারমিন বেগম অসুস্থ হলে কুড়িগ্রামের এক চিকিৎসককে দেখান রশিদুল ইসলাম। পরে সেখানকার চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে দুটি যমজ সন্তানের কথা বলেন। বিষয়টি জানার পর স্বামী রশিদুল ইসলাম এক আত্মীয়ের মাধ্যমে লালমনিরহাট টিএনটি রোডের মনোয়ারা ক্লিনিকে ভর্তি করান। সেখানে শনিবার রাতে অস্ত্রোপচারের মাধ্যমে তিন সন্তানের জন্ম দেন শারমিন বেগম। এর পর পরিবারের লোকজন তিন সন্তানের নাম রাখেন আলিফ, লাম ও মিম। তাদের মধ্যে লাম অসুস্থ হলে তাকে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে দুই সন্তান ও তাদের মা সুস্থ আছেন। ওই ক্লিনিকের প্রসূতি ও গাইনী চিকিৎসক রেজিয়া আক্তার বলেন, এ ক্লিনিকে প্রথম এক মা তিন সন্তান জন্ম দিলেন। আলহামদুলিল্লাহ সফল অস্ত্রোপচার হয়েছে। লালমনিরহাট সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক (উপ-পরিচালক সমমান) ডা. মো. রমজান আলী বলেন, বিষয়টি সম্পর্কে আমি অবগত নই। বর্তমানে অনেক গর্ভবতী মা তিন সন্তান জন্ম দিতে পারেন। Related posts:শেরপুরে ট্রাক শ্রমিক ইউনিয়নের মৃত চালক সদস্যের পরিবারকে অনুদান প্রদানজামালপুরে কৃষি ব্যাংকে টাকা আত্মসাত ॥ ৪ ব্যাংক কর্মকর্তাসহ ৬ জনের কারাদণ্ডজামালপুরে সরকারি কলেজের বেসরকারি কর্মচারীদের ৫ দফা দাবীতে মানববন্ধন Post Views: ২৩৬ SHARES সারা বাংলা বিষয়: