ঝিনাইগাতীতে বিভাগীয় কমিশনারের মতবিনিময় সভা অনুষ্ঠিত অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৪:৪৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৩, ২০২৩ হারুন অর রশিদ দুদু : শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় ১৩ সেপ্টেম্বর বুধবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলার সকল দপ্তর প্রধান, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, শিক্ষকমন্ডলী, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা করেছেন ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া। উপজেলা প্রশাসনের আয়োজনে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া। শেরপুরের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম এর সভাপতিত্বে ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আল মাসুদের সঞ্চালনায় এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক মুকতাদিরুল আহম্মেদ, সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল কবীর, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাজীব সাহা, অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল আলম ভুইয়া, বীর মুক্তিযোদ্ধা শামছুল আলম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আলম, সাংবাদিক জাহিদুল হক মনিরসহ অন্যান্য দপ্তরের কর্মকর্তাগণ। মতবিনিময় কালে প্রধান অতিথি বর্তমান সরকারের সাফল্য ও ভবিষ্যত কর্ম পরিকল্পনা তুলে ধরেন এবং সরকারের উন্নয়ন কাজে সকলের সহযোগিতা কামনা করেন। মতবিনিময় সভায় উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী, পুলিশ সদস্য, বিজিবি, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভা শেষে প্রধান অতিথি বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া, ঝিনাইগাতী উপজেলা ভূমি অফিস পরিদর্শন করেন এবং পরিদর্শনকালে তিনি সন্তোষ প্রকাশ করেন। এর আগে তিনি কাটাখালী শহীদ নাজমুল স্মৃতি চত্ত্বরে গাছের চারা রোপন করেন। Related posts:শেরপুরে কলেজ ছাত্র সবুজ হত্যা মামলার আসামীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধনশেরপুর সদর উপজেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী কমিটি গঠিতশেরপুরে শ্যামলবাংলা২৪ডটকম ও দশকাহনীয়া পরিবারের সহায়তা পেলেন পত্রিকার হকাররা Post Views: ২৮০ SHARES শেরপুর বিষয়: