নালিতাবাড়ীতে ৫২ বোতল ভারতীয় মদসহ যুবক গ্রেফতার অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১২:০৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৬, ২০২৩ নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ী উপজেলা ভারত সীমান্তবর্তী এলাকা থেকে ৫২ বোতল ভারতীয় মদসহ আমিনুল ইসলাম (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। ২৫ সেপ্টেম্বর সোমবার দিবাগত রাত সাড়ে এগারোটার দিকে পোড়াগাঁও ইউনিয়নের বুরুঙ্গা কালাপানি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে বুরুঙ্গা কালাপানি এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে থানা পুলিশ। এসময় কালাপানি বেকারী এলাকায় কয়েকজন মাদক কারবারী বস্তাভর্তি ভারতীয় মদ নিয়ে পাচারের অপেক্ষায় ছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে গেলেও পুলিশের হাতে মদসহ ধরা পড়ে শেরপুর সদর উপজেলার পাকুরিয়া ভাটিপাড়ার আমিনুল ইসলাম। পরে তার সঙ্গে থাকা বস্তা তল্লাসী করে ৫২ বোতল ভারতীয় রয়েল স্টেজ মদ জব্দ করা হয়। বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক বলেন, গ্রেফতারকৃত মাদককারবারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আদালতে প্রেরণ করা হয়েছে। Related posts:শ্রীবরদীতে একযোগে ৬ জোড়া গারোর বিয়েশ্রীবরদীতে জিংক ধান ব্রি ধান-৭২ প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিতশেরপুরের নকলায় ট্রাক-সিএনজিচালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪ Post Views: ২৬৩ SHARES শেরপুর বিষয়: