নেত্রকোনায় গাছে গরু বাঁধাকে কেন্দ্র করে নারী হত্যা: দুই সহোদর গ্রেফতার অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৫:২৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৮, ২০২৩ নেত্রকোনার কেন্দুয়ায় গাছে গরু বাঁধাকে কেন্দ্র করে মোস্তফা আক্তার (৬০) নামে এক নারী হত্যা মামলার মূলহোতা দুই সহোদরকে গ্রেফতার করেছে ময়মনসিংহ র্যাব ১৪। ২৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার ভোর ৫ টার দিকে নরসিংদীর শিবচরের কাবারচর এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। দুপুরে ময়মনসিংহ র্যাবের সিনিয়র সহকারী পরিচালক (অপারেশন অফিসার) মো. আনোয়ার হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেফতারকৃতরা কেন্দুয়া উপজেলার পাঁচহার বড়বাড়ির মৃত গুমেজ আলীর বড় ছেলে মো. আঙ্গুর মিয়া (৫০) ও মো. নুর মিয়া (৪৫)। মামলার বিবরণে জানা গেছে, কেন্দুয়ার পাঁচহার বড়বাড়ি গ্রামে জমিজমা নিয়ে মোস্তফা আক্তারের সাথে প্রতিবেশী আঙ্গুর মিয়দের বিরোধ চলছিল। বিরোধের জেরে প্রায় সময় ঝগড়া-বিবাদ লেগে থাকতো। গত ১৬ সেপ্টেম্বর বিকালে ওই নারীর একটি গরু নিজ বসত ঘরের পাশে জাম্বুরা গাছে বেধে রাখেন। এ নিয়ে আবারও বিরোধে জড়ান তারা। পরে জাম্বুরা গাছ থেকে গরু ছুটিয়ে নিয়ে আসার সময় নারীকে আঙ্গুর মিয়ার লোকজন কিল-ঘুষি মারতে থাকেন। একপর্যায়ে গুরুতর আহত হলে ভয়ভীতি দেখিয়ে ফেলে চলে যায়। পরে বৃদ্ধার স্বজনরা উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় বৃদ্ধার মেয়ে আয়াতুল (৩৬) বাদী হয়ে কেন্দুয়া থানায় মামলা দায়ের করে। মামলার পরিপ্রেক্ষিতে র্যাবের একটি টিম গোপন সংবাদের খবরে নরসিংদী থেকে ঘটনার মূলহোতা দুই ভাইকে বৃহস্পতিবার ভোরে গ্রেফতার করে। আইনি প্রক্রিয়া শেষে তাদেরকে কেন্দুয়া থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব আরও জানায়, গ্রেফতারকৃত আসামিরা তাদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। Related posts:নিখোঁজের ১২ ঘণ্টা পর দুই শিশুর মরদেহ উদ্ধারবশেফমুবিপ্রবিতে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিতশেরপুরে শেখ হাসিনার ৭৩তম জন্মদিন পালিত Post Views: ২৯৮ SHARES সারা বাংলা বিষয়: