শেরপুরে অগ্রণী ব্যাংকের স্বচ্ছ প্রক্রিয়ায় কৃষি ঋণ বিতরণ ও আদায় মেলা অনুষ্ঠিত অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৮:৪৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২১, ২০২৩ শেরপুরে অগ্রণী ব্যাংক লিমিটেডের স্বচ্ছ প্রক্রিয়ায় কৃষি ঋণ বিতরণ ও আদায় মেলা অনুষ্ঠিত হয়েছে। ২১ সেপ্টেম্বর বৃহস্পতিবার অগ্রণী ব্যাংক লিমিটেডের নন্নী বাজার শাখার আয়োজনে ওই মেলা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক ময়মনসিংহের উপ-পরিচালক মোঃ শামীম হাসান লিমন। অগ্রণী ব্যাংক লিমিটেড নন্নী বাজার শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার/ব্যবস্থাপক আসাদুজ্জামান জিকোর সভাপতিত্বে অনুুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর অঞ্চলের প্রধান ও সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ আবুল কালাম আজাদ, আঞ্চলিক কার্যালয় শেরপুরের সিনিয়র অফিসার মোঃ মকছেদ আলী। অনুষ্ঠানে নন্নী ও পোড়াগাও ইউনিয়নের প্রায় ৩০ জন কৃষক উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন নন্নী বাজার শাখার প্রিন্সিপাল অফিসার মোহাম্মদ জিয়াউর রহমান। Related posts:‘অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে’ঝিনাইগাতীতে বিদ্যালয়ের চারতলা একাডেমিক ভবনের উদ্বোধন করলেন এমপি ফজলুল হক চাঁনশ্রীবরদীতে ট্রিপল মার্ডার: আহত আরও একজনের মৃত্যু Post Views: ৪৫১ SHARES শেরপুর বিষয়: