শেরপুরে জেলা পুলিশের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজ অনুষ্ঠিত অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১০:৪৩ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৯, ২০২৩ শেরপুরে জেলা পুলিশের উদ্যোগ জেলায় কর্মরত পুলিশ সদস্যদের কর্মক্ষেত্রে মনোবল ও কর্ম উদ্দীপনা বৃদ্ধির লক্ষ্যে বর্ণাঢ্য আয়োজনে গানে প্রীতির বন্ধনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ৮ সেপ্টেম্বর শুক্রবার পুলিশ লাইন্স মাল্টিপারপাস শেডে ওই সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শেরপুরের পুলিশ সুপার মোনালিসা বেগম, পিপিএমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অফিসার-ফোর্সের সাথে একাত্মতা প্রকাশ করেন ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি (অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি প্রাপ্ত) দেবদাস ভট্টাচার্য বিপিএম ও বিশেষ অতিথি ময়মনসিংহ রেঞ্জ পুনাকের উপদেষ্টা মধুছন্দা ভট্টাচার্য। সাংস্কৃতিক অনুষ্ঠানের শেষে জেলা পুলিশের পক্ষ থেকে অনুষ্ঠানের প্রধান অতিথি ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি ও বিশেষ অতিথি ময়মনসিংহ রেঞ্জ পুনাকের উপদেষ্টাকে সম্মাননা স্মারক প্রদান করেন পুলিশ সুপার মোনালিসা বেগম পিপিএম-সেবা। অনুষ্ঠানে ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) মোঃ সাজ্জাদুর রহমান বিপিএম, অতিরিক্ত ডিআইজি (ক্রাইম এন্ড অপস্) সৈয়দ আবু সায়েম, বিপিএম, শেরপুরের বিজ্ঞ জেলা ও দায়রা জজ মোহাম্মদ তৌফিক আজিজ, জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খাইরুম, জামালপুরের পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান বিপিএম ও জামালপুরের পুনাক সভানেত্রী সানজিদা হক মৌ। অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন ছানু, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম, পৌর মেয়র গোলাম কিবরিয়া লিটনসহ জেলা পুলিশ, জেলা প্রশাসন, বিচারবিভাগ ও বিভিন্ন সরকারি দপ্তরে ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। Related posts:শ্রীবরদীতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ২০বর্ষসেরা ফটোগ্রাফার হলেন শেরপুরের আলোকচিত্রী-সাংবাদিক মুগনিউর রহমান মনিশেরপুরে ১৫ বোতল ভারতীয় মদসহ আটক ১ Post Views: ১৭৬ SHARES শেরপুর বিষয়: