শেরপুরে তক্ষকসহ চোরাচালানী চক্রের ৩ সদস্য গ্রেফতার অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৫:৪৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৮, ২০২৩ শেরপুরে ২টি জীবিত তক্ষকসহ বন্যপ্রাণী চোরাচালানী চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারকৃতরা হচ্ছে রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার পাটকৃষ্ণপুরের মৃত জামাল উদ্দিন ছেলে মোঃ রুহুল আমিন মন্ডল (৫২), রংপুর জেলার কাউনিয়া থানার নাজিরদহ গ্রামের মৃত শামছুল হকের ছেলে মোঃ আবু সায়েম (৪৭), ফরিদপুর জেলার মধুখালী থানার রাজাপুর গ্রামের মৃত আঃ আজিজের ছেলে মোঃ আশরাফুল ইসলাম (৪২)। ২৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ওই তথ্য জানান পুলিশ সুপার মোনালিসা বেগম পিপিএম। পুলিশ সুপার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিলুপ্তপ্রায় বন্যপ্রাণী তক্ষক চোরাচালানের সংবাদ পেয়ে নালিতাবাড়ী উপজেলার টেংরাখালি মোড়ে অভিযান চালিয়ে ২টি জীবিত তক্ষক উদ্ধারসহ ৩জনকে আটক করে এসআই মোঃ আবু বকর সিদ্দিকের নেতৃত্বে জেলা ডিবি পুলিশের একটি চৌকস দল। তিনি আরও বলেন, গ্রেফতারকৃতরা জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন যাবৎ বন্যপ্রাণী তক্ষক কেনাবেচা করে আসছে বলে স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে নালিতাবাড়ী থানায় বন্যপ্রাণী সংরক্ষণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পুলিশ সুপার আরও বলেন, তক্ষক চোরাচালানে সংঘবদ্ধ একটি চক্র বিভিন্ন বনাঞ্চল থেকে তক্ষক সংগ্রহ করে উচ্চমূল্যে ভারতীয় হারবাল ঔষধ তৈরি প্রতিষ্ঠানে বিক্রি করে থাকে। ১৮ ইঞ্চির একেকটি তক্ষক ১০ থেকে ২০ লাখ টাকায় বিক্রি করে গ্রেফতারকৃতরা। সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ ফখরুজ্জামান জুয়েল পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এ্যান্ড অপস) মোঃ খোরশেদ আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ সাইদুর রহমানসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। Related posts:শ্রীবরদীতে সাংবাদিক রেজাউল করিম বকুলের মাতৃবিয়োগঝিনাইগাতীতে গারোদের ঐতিহ্যবাহী ওয়ানগালা উৎসব অনুষ্ঠিতঝিনাইগাতীতে গৃহবধূ ধর্ষণের ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা ॥ অবশেষে মামলা দায়ের Post Views: ৪০৩ SHARES শেরপুর বিষয়: