শেরপুরে ১৯০ বোতল ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ী আটক অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১:৪৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৩, ২০২৩ শেরপুরে ১৯০ বোতল আমদানী নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৪ জামালপুর ক্যাম্পের সদস্যরা। ২২ সেপ্টেম্বর শুক্রবার দুপুরে সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের ডাকপাড়া ব্যাঙের মোড় এলাকা থেকে একটি সিএনজিসহ তাদের আটক করা হয়। আটককৃতরা হচ্ছে ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার শাহানাবাদ গ্রামের মৃত আব্দুল বারীর ছেলে সাকিব (২০) ও একই গ্রামের মৃত দ্বীন মোহাম্মদের ছেলে ওয়াজেদ আলী (২০)। শনিবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের জেলা কারাগারে পাঠানো হয়েছে। র্যাব সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুর ১টার দিকে র্যাব-১৪, সিপিসি-১, জামালপুরের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামানের নেতৃত্বে সদর উপজেলার ডাকপাড়া ব্যাঙের মোড় এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাসী করছিল র্যাব। ওইসময় চলন্ত একটি সিএনজিকে চ্যালেঞ্জ করে র্যাব সদস্যরা তল্লাসী করলে ওই সিএনজিতে রাখা ১৯০ বোতল আমদানী নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিল জব্দ করা হয়। একই সঙ্গে ফেনসিডিল পাচারে জড়িত থাকার অভিযোগে সাকিব ও ওয়াজেদকে আটক করা হয়। পরে তাদের সদর থানায় হস্তান্তর করে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে র্যাব। জব্দকৃত ফেনসিডিলের বাজার মূল্য প্রায় দুই লাখ টাকা বলে জানিয়েছে র্যাব। বিষয়টি নিশ্চিত করে র্যাব-১৪, সিপিসি-১, জামালপুরের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান বলেন, মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। Related posts:শেরপুরে আরও ২টি অবৈধ ইটভাটা ভেঙে দিল ভ্রাম্যমাণ আদালতশেরপুরে গরু হৃষ্টপুষ্টকরণ জনসচেতনতামুলক সেমিনারশ্রীবরদী মেধাবী শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তা বিতরণ Post Views: ২৪০ SHARES শেরপুর বিষয়: