শ্রীবরদীতে জনসচেতনামূলক বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১২:৪৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২১, ২০২৩ ‘‘বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি’’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের শ্রীবরদী থানা পুলিশের উদ্যোগে প্রত্যন্ত অঞ্চলে মাদক, জুয়া, ইভটিজিং, নারী নির্যাতন, বাল্য বিবাহ, পানিতে ডুবে ও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অপমৃত্যু প্রতিরোধের জন্য সচেতনামূলক বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২০ সেপ্টেম্বর বুধবার শ্রীবরদীর করুয়া উচ্চ বিদ্যালয় মাঠে ওই বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুরের পুলিশ সুপার মোনালিসা বেগম, পিপিএম-সেবা। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মোনালিসা বেগম জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ, ইভটিজিং, বাল্যবিবাহ ও চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অবলম্বন করার অঙ্গীকার ব্যক্ত করেন এবং মাদকের সাথে কারো কোনভাবে সম্পৃক্ততা থাকবেনা বলে হুশিয়ারি করেন। আর যদি কেউ সম্পৃক্ত হলে তাকে চরম মূল্য দিতে হবে বলে জানান। তিনি আরও বলেন, মাদক, জুয়া, নারী নির্যাতন, বাল্য বিবাহ, পানিতে ডুবে ও বিদ্যুৎস্পৃষ্টে হয়ে অপমৃত্যু প্রতিরোধে লক্ষ্যে জেলাব্যাপী সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। পাশাপাশি পিতা-মাতার ভরণপোষণ আইন ও বিভিন্ন সমাজিক সমস্যা নিয়ে সচেতনতামূলক বক্তব্য প্রদান করেন পুলিশ সুপার। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ উল্লেখ্য করে পুলিশ সুপার বলেন, ‘সামনে শারদীয়া দুর্গাৎসব। এই উৎসবকে কেন্দ্র করে বিভিন্ন কুচক্রী স্বার্থান্বেষী মহল সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করে। এই বিষয়ে জেলা পুলিশ তৎপর এবং সাম্প্রদায়িক অস্থিরতার বিরুদ্ধে সকলকে সচেতন থাকার আহবান জানান। পুলিশি সেবাকে জনগণের কাছে পৌঁছে দেওয়া, সেবার কার্যক্রমকে গতিশীল ও কার্যকর করা এবং পুলিশের সাথে প্রান্তিক জনগোষ্ঠীর জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে আজকের এই বিট পুলিশিং সমাবেশ বলে উল্লেখ করেন। তিনি যে কোনো ধরনের অপরাধ সর্ম্পকে তথ্য জাতীয় জরুরি সেবা ৯৯৯ বা পুলিশ সুপারের সরকারি নম্বর অথবা থানার অফিসার ইনচার্জ নম্বরে ফোন করে জানানোর আহবান করেন। শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ মোঃ কাইয়ুম খান সিদ্দিকী’র সভাপতিত্বে বিট পুলিশিং সমাবেশে বক্তব্য রাখেন শ্রীবরদী উপজেলা পরিষদের চেয়ারম্যান এ.ডি.এম শহিদুল ইসলাম, কুড়িকাহনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ফিরোজ খান নুন, গড়জরিপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম.এ জলিল, গোশাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আশিকুর রহমান, জেলা কৃষক লীগের সভাপতি মোঃ আব্দুল কাদির, কুড়িকাহনিয়া ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ মোজাম্মেল হক প্রমুখ। বিট পুলিশিং সমাবেশে বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, স্থানীয় জনসাধারণ, বিভিন্ন স্কুল-কলেজ ও মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী, মসজিদের ইমাম, সনাতন ধর্মাবলম্বী, স্থানীয় ব্যবসায়ীসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। Related posts:নালিতাবাড়ীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ২ ড্রেজার মেশিন ধ্বংসসন্ত্রাস নৈরাজ্য ও অবরোধের প্রতিবাদে নালিতাবাড়ীতে বিক্ষোভ সমাবেশনালিতাবাড়ীতে আ’লীগ নেতার দখলে থাকা খাল ও জমি উদ্ধার করলো প্রশাসন Post Views: ২০৮ SHARES শেরপুর বিষয়: