সরকারের সহায়তায় সুষ্ঠু নির্বাচনের সর্বোচ্চ চেষ্টা থাকবে, ইইউকে সিইসি অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৫:২৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৪, ২০২৩ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পূর্ণাঙ্গ পর্যবেক্ষক দল না পাঠানো নিয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) চিঠির জবাব দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। গতকাল শনিবার ইইউ অ্যাম্বাসেডর চার্লস হোয়াইটলিকে ওই চিঠি পাঠান সিইসি। চিঠিতে সরকারের সহায়তায় সুষ্ঠু নির্বাচন করার বিষয়ে ইইউকে আশ্বস্ত করেন সিইসি। ২৪ সেপ্টেম্বর রবিবার ইইউকে সিইসির চিঠি পাঠানোর বিষয়টি নিশ্চিত করেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান। চিঠিতে চার্লস হোয়াইটলিকে সিইসি বলেন, ‘সরকার থেকে প্রয়োজনীয় সহায়তা পেয়ে অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের সর্বোচ্চ চেষ্টা থাকবে বলে আপনাকে আশ্বস্ত করছি। সরকারও এ বিষয়ে বারবার অঙ্গীকার করেছে। দেশি-বিদেশি পর্যবেক্ষকেরা নির্বাচনকে দেশে এবং বিদেশে গ্রহণযোগ্য করার বিষয়ে সহায়তা করে। আমি বিশ্বাস করি ইইউ তাদের সহায়তা চালু রাখবে।’ ২৩ সেপ্টেম্বর স্বাক্ষরিত চিঠিতে সিইসি আরও বলেন, ‘আমি আপনার চিঠি পেয়েছি, যেখানে বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সিদ্ধান্ত জানানো হয়েছে।’ চিঠিতে কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘যাই হোক না কেন, আমি বিশ্বাস করি যে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) আসন্ন সাধারণ সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক এবং বিশ্বাসযোগ্য করার জন্য আমাদের প্রচেষ্টাকে সমর্থন অব্যাহত রাখবে।’ Related posts:টিসিবির জন্য ১ কোটি ৮০ লাখ লিটার তেল কিনবে সরকার১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত আটককৃতদের মুক্তি১৬ বছরের অনিয়ম সংস্কার করতে একটু সময় লাগবে : হাসান আরিফ Post Views: ২৫৬ SHARES জাতীয় বিষয়: