সাগরের এক ইলিশ ১৩ হাজারে বিক্রি! অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৫:১০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৭, ২০২৩ পটুয়াখালীর কুয়াকাটায় ইদ্রিস নামে এক জেলের জালে ধরা পরেছে আড়াই কেজি ওজনের একটি ইলিশ মাছ। ১৭ সেপ্টেম্বর রবিবার দুপুরে কুয়াকাটা মাছ বাজারে ইলিশটি নিয়ে আসলে ১২ হাজার ৩৯ টাকায় কিনে নেন বশির গাজী নামে এক মৎস্য ব্যবসায়ী। জানা যায়, জেলের কাছ থেকে কেনার পর বশির নামে ওই ব্যবসায়ী অন্য এক ক্রেতার কাছে ইলিশটি ১৩ হাজার টাকায় বিক্রি করেন। জেলে ইদ্রিস বলেন, সব সময় এত বড় মাছ সাধারণত পাওয়া যায় না। তবে বড় মাছ পেলে তার দামও একটু বেশি হয়। সাগরে এমনিতেও এখন বেশি মাছ মিলছে না। তবে বড় মাছ পেলে পরিবার-পরিজন নিয়ে ভালো থাকতে পারি আমরা। গাজী ফিসের ব্যবস্থাপনা পরিচালক মো. বশির গাজী বলেন, এতবড় মাছ এই বাজারে এখন তেমন একটা দেখা যায় না, তাই আমি নিলামের মাধ্যমে কিনেছি। পরে এক হাজার টাকা লাভে ১৩ হাজার টাকায় মাছটি বিক্রি করে দিয়েছি। কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, বড় ইলিশ মূলত জেলেদের জন্য সুখবর বয়ে আনে। গভীর সমুদ্রের জেলেদের পাশাপাশি উপকূলের জেলেরাও এখন বড় ইলিশ পাচ্ছে। Related posts:বকশীগঞ্জে তক্ষকসহ ৮ জন আটকজামালপুরে কমিউনিটি পুলিশিং ডে উদযাপিতনেত্রকোনায় কলেজছাত্র হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার দাবিতে মানববন্ধন Post Views: ২৮০ SHARES সারা বাংলা বিষয়: