জামায়াতের নেতাকর্মীরা জড়ো হলে ব্যবস্থা নেওয়া হবে : সিটিটিসি প্রধান অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১২:২৭ অপরাহ্ণ, অক্টোবর ২৮, ২০২৩ জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা জড়ো হলে আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) প্রধান আসাদুজ্জামান। আজ শনিবার (২৮ অক্টোবর) সকালে রাজধানীর মতিঝিলের পরিস্থিতি পরিদর্শনে গেলে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। আসাদুজ্জামান বলেন, জামায়াতে ইসলামীকে সমাবেশের অনুমতি দেওয়া হয়নি। তাদের নেতাকর্মীরা জড়ো হলে প্রচলিত আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। রাজধানীতে পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা আছে বলেও জানিয়েছেন তিনি। আজ মতিঝিলের শাপলা চত্বরে সমাবেশের অনুমতি চাইলেও তা পায়নি জামায়াতে ইসলামী। অনুমতি না পেলেও এক বিবৃতি জামায়াত জানিয়েছে, যেভাবেই হোক তারা সমাবেশ করবে। জামায়াতে ইসলামী নির্বাচন কমিশনের নিবন্ধিত দল নয়। Related posts:হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলার অভিযোগে আটক ৫৪এসি ২৫ ডিগ্রি রাখার নির্দেশনা, না মানলে বিদ্যুৎ বিচ্ছিন্নএমপিরা সচিবদের উপরে, বিষয়টি খেয়াল রাখতে হবে : তোফায়েল Post Views: ১৬৪ SHARES জাতীয় বিষয়: