নালিতাবাড়ীতে পুলিশের মাসিক ওপেন হাউজ ডে অনুষ্ঠিত অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৫:১১ অপরাহ্ণ, অক্টোবর ৩, ২০২৩ শেরপুরের নালিতাবাড়ীতে পুলিশের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে “বঙ্গবন্ধুর বাংলাদেশে পুলিশ আছে জনতার পাশে এই স্লোগানে” ‘মাসিক ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত হয়েছে। ৩ অক্টোবর মঙ্গলবার সকালে নালিতাবাড়ী থানা প্রাঙ্গনে আয়োজিত মাসিক ওপেন হাউস ডে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নালিতাবাড়ী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মো: খোরশেদ আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) দিদারুল ইসলাম, পৌর মেয়র আবু বক্কর সিদ্দিক, সাংবাদিক এমএ হাকাম হীরা প্রমুখ। সভায় মাদক, জুয়া, বাল্যবিয়ে, ইভটিজিং, নারী নির্যাতন, যৌতুকনিরোধ বিষয়ে নির্দেশনামূলক আলোচনা করা হয়। এছাড়াও বক্তারা মাদক বিক্রেতা ও সেবনকারীসহ যে কোনো অপরাধীদের ব্যাপারে তথ্য দেয়ার জন্য আহ্বান জানান। অনুষ্ঠানে জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, রাজনৈতিক ব্যক্তি, থানার পুলিশ সদস্যসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। Related posts:শিক্ষক লাঞ্ছিত করার প্রতিবাদে শেরপুরে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনশেরপুরে সিক্সস্টার ইলেকট্রিক এন্ড ইলেকট্রনিকসের শো রুম উদ্বোধনশেরপুর ইউনাইটেড প্রাইভেট হাসপাতালে ভুল অপারেশনের অভিযোগ Post Views: ১৯৩ SHARES শেরপুর বিষয়: