নালিতাবাড়ীতে ভারতীয় মদসহ গ্রেফতার ৩ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ২:৫৮ অপরাহ্ণ, অক্টোবর ১৪, ২০২৩ নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ীতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ২০ বোতল রয়েল স্ট্যাগ এবং ১০ বোতল ম্যাজিক মোমেন্ট ভারতীয় মদসহ তিন যুবককে গ্রেফতার করেছে নালিতাবাড়ী থানা পুলিশ। শনিবার (১৪ অষ্টোবর) ভোরে উপজেলার নন্নী গ্রামীণ ব্যাংক এলাকা থেকে তাদের গ্রেফতার করার পর দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে। জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে নন্নী গ্রামীন ব্যাংক এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে থানা পুলিশ। এসময় তিন যুবককে সন্দেহ হলে তাদের গতিরোধ করে তল্লাশি চালিয়ে ২০ বোতল রয়েল স্ট্যাগ ও ১০ বোতল ম্যাজিক মোমেন্ট ভারতীয় মদসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, শেরপুর সদরের চরশেরপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে সবুজ মিয়া, নলবাইদকান্দা গ্রামের আব্দুস সাত্তারের ছেলে নূর নবী ও ধোপাঘাট ব্রীজ এলাকার ইউসুফ আলীর ছেলে শফিকুল ইসলাম। বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক জানান, গ্রেফতারকৃত তিন যুবক দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পর আদালতে প্রেরণ করা হয়েছে। Related posts:ঝিনাইগাতীতে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভাঐতিহাসিক কাটাখালি যুদ্ধ দিবস উপলক্ষ্যে র্যালি, শ্রদ্ধা নিবেদন, বৃক্ষরোপণ ও আলোচনা সভাশেরপুরে আরও একজন করোনায় আক্রান্ত ॥ মোট আক্রান্ত ৬, লকডাউন ঘোষণা Post Views: ৩১৪ SHARES শেরপুর বিষয়: