পুলিশ হত্যাকারীদের যেখানে পাওয়া যাবে সেখানেই গ্রেফতার: বিপ্লব কুমার সরকার অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১২:৫৩ অপরাহ্ণ, অক্টোবর ২৯, ২০২৩ পুলিশ হত্যাকারীদের যেখানে পাওয়া যাবে সেখানেই গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার। ২৯ অক্টোবর রবিবার সকালে এই কথা বলেন তিনি। বিপ্লব কুমার সরকার বলেন, ‘যারা পুলিশ হত্যা করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ হত্যাকারীদের যেখানে দেখা হবে সেখানেই গ্রেফতার করা হবে।’ হরতালে নিরাপত্তা ব্যবস্থা বিষয়ে তিনি বলেন, ‘রাজধানীতে পুলিশের কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। রাজধানীর পয়েন্টে পয়েন্টে অবস্থান রয়েছে পুলিশের। জনগণের জানমালের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বিঘ্নকারীদের কঠোরভাবে দমন করা হবে।’ গতকাল শনিবার রাজধানীর ফকিরাপুল চার রাস্তার মোড়ে বিএনপির সঙ্গে সংঘর্ষ চলাকালে ডিউটিরত অবস্থায় আমিরুল ইসলাম মোল্লা (৩২) নামে এক কনস্টেবল নিহত হন। নিহতের পুলিশ সদস্যের গ্রামের বাড়ি মানিকগঞ্জের দৌলতপুরে। তার বাবার নাম সেকান্দার আলী। একইদিনে রাজধানীর নয়াপল্টন, কাকরাইল ও নাইটিঙ্গেল মোড়ে দফায় দফায় পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত পুলিশের ৪১ সদস্য আহত হয়েছেন। ডিএমপির মিডিয়া সেন্টারের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন দাবি করেছেন, রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে আগুন দিয়েছে বিএনপির নেতাকর্মীরা। এছাড়া রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের দুটি অ্যাম্বুলেন্স পুড়িয়ে দিয়েছে। এছাড়া হাসপাতালের গেটসহ একাধিক স্থাপনায় হামলা করা হয়েছে। Related posts:কাজাখস্তানে স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে ফুলেল শুভেচ্ছাআইনস্টাইনও ইভিএম মেশিনে ফল পাল্টাতে পারবে না : সিইসি কাজী হাবিবুল আউয়ালসাংবাদিক কল্যাণ ট্রাস্টের এমডি হলেন সুভাষ চন্দ্র বাদল Post Views: ২৭০ SHARES জাতীয় বিষয়: