শেরপুরে দুর্গোৎসব উপলক্ষে র্যাব-১৪ কমান্ডারের বিভিন্ন মন্ডপ পরিদর্শন অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১০:১৫ অপরাহ্ণ, অক্টোবর ২২, ২০২৩ শারদীয় দূর্গোৎসব উপলক্ষে শেরপুরে বিভিন্ন মন্ডপ পরিদর্শন করেছেন র্যাব-১৪’র (ময়মনসিংহ) কমান্ডার (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ মহিবুল ইসলাম খান। তিনি ২২ অক্টোবর রবিবার রাতে শহরের বটতলা এলাকার ফ্রেন্ডস এ্যাসোসিয়েশনের নান্দনিক পূজা মন্ডপ পরিদর্শন করেন। ওইসময় তিনি জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এ্যাডভোকেট সুব্রত কুমার দে ভানু ও সাধারণ সম্পাদক বিনয় কুমার সাহা, সহ-সভাপতি প্রবীর দাস গুপ্ত দেবু সহ নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। সেইসাথে তিনি দুর্গোৎসবে নিরাপত্তা বিষয়ে খোঁজ-খবর নেওয়াসহ র্যাবের তরফ থেকে সার্বক্ষণিক নজরদারি রাখার আশ্বাস দেন। ওইসময় তার সাথে র্যাব-১৪, সিপিসি-১ এর কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান, প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধার, সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জলসহ র্যাব ও পূজা উদযাপন পরিষদের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এরপর তিনি শহরের গোয়ালপট্টি এলাকাস্থ গোপাল জিউর মন্দির ও নয়ানীবাজার এলাকাস্থ মা ভবতারা মন্দির অঙ্গনে স্থাপিত পূজা মন্ডপ পরিদর্শন করেন। Related posts:শেরপুরে ছিন্নমূল মানুষদের মাঝে ঈদ উপহার দিলেন ছাত্রলীগ নেতা হাসিবুল হাসান শান্তশেরপুরে ভার্চুয়াল আদালতে জামিন পেল নারীসহ আরও ৫৩ আসামিশেরপুরে এবার ইমাম ও মাদ্রাসা শিক্ষকদের মাঝে শ্রমিক নেতা আরিফের উপহার সামগ্রী বিতরণ Post Views: ২২২ SHARES শেরপুর বিষয়: